
পিএসএলে যে ২ কীর্তিতে এখনো শীর্ষে বাংলাদেশি রিশাদ
খেলা ডেস্ক
২৪ মে ২০২৫, ১৩:১৫
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে খেলছেন রিশাদ হোসেন। বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার খেলতে গিয়েই বাজিমাত করেছেন এই লেগস্পিনার। শাহিন আফ্রিদির দলে ‘ডিম পাড়া হাঁস’ বনে গেছেন বাংলাদেশি লেগি। মিডল অর্ডারে উইকেটের দরকার হলে রিশাদই যেন আস্থার নাম।
গতকাল ফাইনালে ওঠার লড়াইয়ে ইসলামাবাদের বিপক্ষে খেলেছিল লাহোর কালান্দার্স। রান বন্যার পিচে রিশাদও হয়েছিলেন খরুচে। তিন ওভার করে চারটি ছক্কা হজম করেছেন তিনি। তবে লেগ স্পিনার হিসেবে রান খরচের বৈধতা পেতেই পারেন রিশাদ। কিন্তু দলকে এনে দিয়েছেন মূল্যবান ৩টি উইকেট।
ইসলামাবাদের টপ অর্ডারটা ভেঙেছিলেন সালমান মির্জা ও শাহিন আফ্রিদি। এরপর মিডল অর্ডারে ব্যাট করা সালমান আলী আঘা, শাদাব খান ও জিমি নিশাম ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দেয়। তিন ব্যাটারই রিশাদকে ছক্কা হাঁকিয়েছেন। তবে পরের বলেই উইকেট নিয়ে রিশাদ তার দক্ষতার প্রমাণ দিয়েছেন।
সবমিলিয়ে লাহোরের জার্সিতে ৬ ম্যাচ খেলা রিশাদ শিকার করেছেন ১২ উইকেট। প্রতি উইকেট তুলতে মাত্র ১০ বল হাত ঘুরিয়েছেন এই ক্রিকেটার। পিএসএলে অন্তত ১০ উইকেট শিকার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট রিশাদের। বাকি প্রত্যেকেই প্রতি উইকেট তুলতে রিশাদের চেয়ে বেশি বল করেছেন।
রান খরচায় রিশাদ ব্যাকফুটে থাকলেও বোলিং গড়ে বাকিদের তুলনায় এগিয়ে। ১২ উইকেট শিকার করা বাংলাদেশি লেগ স্পিনারের বোলিং গড় ১৫.১৬। পিএসএলে অন্তত ১০ উইকেট শিকার করেছেন এমন বোলারদের মধ্যে এর চেয়ে কম গড়ে বল করতে পারেনি কেউই। এ তালিকায় রিশাদের পরে আছেন খুররম শাহজাদ। পাকিস্তানের এই ক্রিকেটারের বোলিং গড় ১৫.৬৬, স্ট্রাইক রেট সাড়ে ১২।
রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ফাইনালে ওঠেছে লাহোর কালান্দার্স। আগামীকাল (২৫ মে) কোয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষে মুখোমুখি হবে তার দল। শিরোপা জয়ের লক্ষ্যে সেই ম্যাচেও বড় অবদান রাখতে চান রিশাদ হোসেন।
এমআই