Advertisement
Us Bangla Airlines
হামজা-সামিতদের হোম জার্সি কেন সবুজ হয়নি?

হামজা-সামিতদের হোম জার্সি কেন সবুজ হয়নি?

খেলা ডেস্ক

১৬ মে ২০২৫, ১২:১৪

ভারতের বিপক্ষে গেল মার্চ মাসে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। সেই ম্যাচের পর বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে আর ব্যস্ততা ছিল না। তবে জুন মাসে মাঠে নামছে জাতীয় ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচ দিয়ে কানাডিয়ান প্রবাসী ফুটবলার সামিত সোমের অভিষেক হতে যাচ্ছে।

ঘরের মাঠে নতুন ম্যাচকে ঘিরে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতোমধ্যে নিজেদের হোম জার্সি উন্মোচন করেছে ফেডারেশন। গতকাল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করেছে বাফুফের কিট পৃষ্ঠপোষক ‘দৌড়’। তবে জার্সির রঙ সবুজ না হওয়ায় কৌতূহল ভিড়েছে দর্শকদের মনে। 

হোম জার্সি প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ও বিপণন কমিটির প্রধান ফাহাদ করিম বলেন, ‘লাল ও সবুজ দুটোই গাঢ়ো রংয়ের। ফিফার নীতিমালা অনুযায়ী, একটি যদি গাঢ়ো হয়, তাহলে আরেকটি হালকা রংয়ের হতে হবে। যেহেতু লাল আমরা অ্যাওয়েতে পড়েছি। তাই হোম জার্সি আমরা সবুজ করতে পারিনি। তবে আমাদের পতাকার রংটা সামান্য করে রেখেছি।’

ঘরের মাঠে বাংলাদেশকে সাধারণত সবুজ রঙের জার্সি পরতে দেখা যেত। এবার সাদা রঙের জার্সি তৈরি করেছে বাফুফে। জানা যায়, ঐক্যের প্রতীক হিসেবে জার্সিতে সাদা রঙ ব্যবহার করেছে ফেডারেশন। জার্সির দুই পাশে গাঢ় সবুজ রঙ ব্যবহার করা হয়েছে। হাতার ওপর থাকা সবুজ প্যাটার্নে ফুটে উঠেছে নকশিকাঁথা ও পাট শিল্পের ছাপ। 

গলার চারপাশে দেওয়া হয়েছে লাল রঙের বর্ডার। পেছনে সবুজ রঙয়ে ছোট করে আঁকা হয়েছে বাংলাদেশের মানচিত্র।

এর আগে গত মার্চে ভারতে লাল রঙের অ্যাওয়ে জার্সি পরে খেলেছিল বাংলাদেশ। সেই জার্সিতে বাংলাদেশের সার্বিক পরিচয়কে ফুটিয়ে তোলা হয়েছে। দেশের মূল উপাদানসমূহ—বাংলাদেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুলকে অর্থবহ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।

এমআই