Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশের হয়ে এখনও খেলতে চান সেই ফাহমিদুল

বাংলাদেশের হয়ে এখনও খেলতে চান সেই ফাহমিদুল

খেলা ডেস্ক

১৪ এপ্রিল ২০২৫, ১৪:৫৫

ফাহমিদুল ইসলামকে অতীতে না চিনলেও এতদিনে চিনে যাওয়ার কথা। ইতালিপ্রবাসী এই ফুটবলারকে জাতীয় দলে সুযোগ না দেওয়ায় দেশে বিক্ষোভ সমাবেশ করেছে সমর্থকেরা। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে কোচ হাভিয়ের কাবরেরার ওপর চড়াও হয়েছিল নেটিজেনরা।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের প্রাথমিক স্কোয়াডে ছিলেন ফাহমিদুল ইসলাম। সৌদি আরবের তায়েফে অনুশীলন ক্যাম্পে এই ইতালিয়ান ফুটবলারকে ডেকে পাঠিয়েছিলেন হাভিয়ের কাবরেরা। তবে তরুণ এই খেলোয়াড়ের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশি কোচ। 

ফলে ফাহমিদুলকে চূড়ান্ত দলে সুযোগ দেননি তিনি। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ফাহমিদুলের জন্য আরও সময় লাগবে। তার চেয়ে ভালো খেলোয়াড় দলে থাকায় তাকে আপাতত জায়গা দেওয়া সম্ভব হয়নি। তবে ভারতের বিপক্ষে সুযোগ না পেলেও বাংলাদেশের হয়ে খেলতে এখনো মুখিয়ে ফাহমিদুল।

দেশের বেসরকারি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের জার্সিতে খেলার অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি। এমনকি ক্যাম্পে থাকা সতীর্থদের মিস করছেন বলেও জানান এই ফুটবলার। ফাহমিদুল বলেন, ‘সেটা ছিল খুবই ভালো অভিজ্ঞতা (বাংলাদেশ দলের সঙ্গে ক্যাম্প)। বলার অপেক্ষা রাখে না, সবাইকে মিস করছি।’

তিনি বলেন, ‘সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। কারও সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না। সবার সঙ্গে এখনো আমার কথা হয়। সেদিন জামাল (ভূঁইয়া) ভাইয়ের জন্মদিন ছিল, তাঁকে হ্যাপি বার্থডে জানিয়েছি। সবাইকে মিস করছি। আবার ইনশা আল্লাহ–আল্লাহ চাইলে একসঙ্গে খেলব।’

বাংলাদেশের সমর্থকদের সমর্থনে উচ্ছ্বসিত ফাহমিদুল। তিনি বলেন, ‘বাংলাদেশের ফুটবল দর্শকদের ধন্যবাদ। তারা আমাকে সমর্থন দিচ্ছে। যখন থেকে ওরা আমাকে চেনে, ওরা আমাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। আমিও আমার সর্বোচ্চটা দিয়ে উচ্ছ্বসিত করব আরও। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান, আমি আবার বাংলাদেশে খেলব।’

এমআই