
ভুটানের লিগে খেলতে যাচ্ছেন ১০ বাংলাদেশি
খেলা ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ১৯:৪২
২০২২ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর বাংলাদেশ নারী ফুটবলে বড় বিপ্লব ঘটেছে। সাফের পরবর্তী মৌসুমে এসে পুনরায় শিরোপা জিতেছে বাংলাদেশ দল। তাতে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেই পরিচিতি পেয়েছিলেন সাবিনারা। এমনকি ইউরোপীয় ক্লাব থেকেও খেলার প্রস্তাব পেয়েছেলিন ঋতুপর্ণাসহ একাধিক ফুটবলার।
এবার ভুটান প্রিমিয়ার লিগে খেলতে ডাক পেয়েছেন বাংলার নারীরা। টুর্নামেন্টটির দল ট্রান্সপোর্ট ইউনাইটেডে আগেই নাম লিখিয়েছেন বাংলাদেশের সিনিয়র ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা। পারো এফসিতে খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাফের সেরা ফুটবলার ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমা।
এরপরেই টুর্নামেন্টটির থিম্পু সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র। অন্যদিকে ট্রান্সপোর্ট ইউনাইটেডে খেলতে যাবেন কৃষ্ণা রাণী সরকার। সবমিলিয়ে ভুটান প্রিমিয়ার লিগে বাংলাদেশী খেলোয়াড়দের সংখ্যা দাঁড়াল ১০ জনে।
বাফুফে সূত্রে জানা যায়, শামসুন্নাহার জুনিয়রকে পেতে চেয়েছিল থিম্পু সিটি। কিন্তু ব্যক্তিগত কারণে এই তারকা খেলতে যাবেন না। অন্যদিকে ট্রান্সপোর্ট ইউনাইটেড চেয়েছিল সাগরিকাকে। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী বয়স ১৮ পূর্ণ না হওয়ায় তার যাওয়া হচ্ছে না। সাগরিকার জায়গায় সুযোগ পেয়েছেন কৃষ্ণা রাণী।
আগামী ১৫ এপ্রিলে উদ্বোধন হবে ভুটান প্রিমিয়ার লিগ। ইতোমধ্যে থিম্পু পৌঁছেছেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলকিপার রুপণা চাকমা রওনা হবেন আগামী ১১ এপ্রিল। চুক্তিবদ্ধ ফুটবলাররা প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় লাখ টাকা সম্মানি পাবেন।
এমআই