Advertisement
Us Bangla Airlines
ঋতুপর্ণা, মিরাজসহ কুল-বিএসপিএ পুরস্কার পাচ্ছেন যারা

ঋতুপর্ণা, মিরাজসহ কুল-বিএসপিএ পুরস্কার পাচ্ছেন যারা

খেলা ডেস্ক

০৭ এপ্রিল ২০২৫, ২০:৪৩

স্বাধীনতার আগ থেকেই ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। সেই পুরস্কারের কলেবর এখন বেড়েছে। বছরের সেরা ক্রীড়াবিদ ছাড়াও কোচ, সংগঠক , তৃণমূলের ব্যক্তিত্ব, সংস্থাকে কাজের স্বীকৃতি জানিয়ে আসছে বিএসপিএ। গত এক দশক ক্রীড়া লেখক-সাংবাদিকদের সংগঠনের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ট্রয়লেটিজের পণ্য কুল। 

২০২৪ সালে বর্ষসেরা ক্রীড়াবিদের দৌড়ে রয়েছেন সাফের ম্যান অফ দ্য টুর্নামেন্ট মনোনীত হওয়া ঋতুপর্ণা চাকমা, অলিম্পিকে সরাসরি যোগ্যতা অর্জন করা আরচ্যার সাগর ইসলাম ও ক্রিকেটার মেহেদী মিরাজ। পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আর্চার সাগর জায়গা পাননি। সেখানে রয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার সঙ্গে আছেন ঋতুপর্ণা চাকমা। 

ভারতের বিপক্ষে ম্যাচে নামার আগে যা বললেন মিরাজ

এই দুই বিভাগের বিজয়ীর নাম আগামী ১১ এপ্রিল রাজধানী একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়শেনে অন্য ক্যাটাগরির মনোনীত ব্যক্তিদের নাম ঘোষনা করেছেন মনোনয়ন কমিটির প্রধান পরাগ আরমান। ২০২৪ সালে সেরা কোচের স্বীকৃতি পেয়েছেন মওদুদুর রহমান শুভ। ওমানে তার কোচিংয়ে বাংলাদেশ প্রথম বারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে। ওমানের পর্বের আগে সিঙ্গাপুরে আরেকটি বাছাই পর্ব খেলেছিল বাংলাদেশ।

একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল

শুভকে সেরা কোচের মনোনয়েনর বিষয়ে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি রেজওয়ান উজ জামান বলেন,‌ ‘অবশ্যই আগের পর্বের কোচেরও অবদান রয়েছে। যার কোচিংয়ে পরের ধাপে খেলেছে বাংলাদেশ। এরপরও আমরা টুর্নামেন্টের গুরুত্ব এবং যার কোচিংয়ে মূলত বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলছে সেটাকে প্রাধান্য দিয়েছি।’ 

২০২৪ সালে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের গর্বের প্রতীক ছিলেন ক্রিকেট আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। তিনি আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৪ সালে সেরা আম্পায়ারকে স্বীকৃতি দিচ্ছে ক্রীড়া লেখক সমিতি। 

উদ্বোধনী ম্যাচেই আম্পায়ারিং করবেন বাংলাদেশি সৈকত

সংগঠক হিসেবে ইমরুল হাসান, তৃণমূলের ব্যক্তিত্বে রাঙামাটির কোচ বীরসেন চাকমা, সক্রিয় সংস্থা হিসেবে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমী, দল হিসেবে যুব বিশ্বকাপে নিশ্চিত করা অ-২১ হকি দল,ভারত্তোলক হামিদুল ইসলাম বিশেষ সম্মাননা, উদীয়মান ক্রীড়াবিদ ক্রিকেটার নাহিদ রানা, বর্ষসেরা দাবাড়ু মনন রেজা নীড়, অ্যাথলেট জহির রায়হান, আরচ্যার সাগর ইসলাম, ক্রিকেটার ও ফুটবলার যথাক্রমে মিরাজ ও ঋতুপর্ণা। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৩জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত হবেন।

মনোনয়ন তালিকা 

বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত)

মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)
ঋতু পর্ণা চাকমা (ফুটবল) 
সাগর ইসলাম (আরচারি)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত)

মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)
ঋতু পর্ণা চাকমা (ফুটবল)
নাহিদ রানা (ক্রিকেট)

ক্যাটাগরিভিত্তিক মনোনয়ন

বর্ষসেরা ক্রিকেটার :  মেহেদী হাসান মিরাজ 
বর্ষসেরা ফুটবলার :  ঋতু পর্ণা চাকমা
বর্ষসেরা অ্যাথলেট :  জহির রায়হান
বর্ষসেরা আরচার :  সাগর ইসলাম
বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়
উদীয়মান ক্রীড়াবিদ : নাহিদ রানা (ক্রিকেট)
বর্ষসেরা দল :  অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল
সক্রিয় সংস্থা : শামস্-উল-হুদা ফুটবল একাডেমী, যশোর
বর্ষসেরা কোচ :  মওদুদুর রহমান শুভ (হকি)
বিশেষ সম্মাননা :  হামিদুল ইসলাম (ভারোত্তোলন)
তৃণমূল সংগঠক :  বীরসেন চাকমা (রাঙামাটি)
সেরা সংগঠক : মো. ইমরুল হাসান (ফুটবল)
বর্ষসেরা আম্পায়ার : শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত

এমআই