Advertisement
Us Bangla Airlines
আইসিসির ‘কপি-পেস্ট’, পাল্টে গেল বাংলাদেশি ক্রিকেটারের নাম!

আইসিসির ‘কপি-পেস্ট’, পাল্টে গেল বাংলাদেশি ক্রিকেটারের নাম!

খেলা ডেস্ক

০৭ মার্চ ২০২৫, ২২:২৯

ক্রিকেটারদের র‌্যাঙ্কিং নিয়ে প্রতি সপ্তাহে হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত বুধবার (৫ মার্চ) পুরুষদের র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ তথ্য আইসিসির ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়। ওয়ানডে ফরম্যাটের সেরা ১০ ব্যাটার, বোলার ও অলরাউন্ডারের তালিকা প্রকাশিত হয় আইসিসির ভেরিফাইড ফেসবুক পেইজে।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাজে পারফরম্যান্স করায় বোলার ও ব্যাটারদের সেরা দশে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। তবে অলরাউন্ডারের তালিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মেহেদি হাসান মিরাজ। এ তালিকায় মিরাজের অবস্থান চতুর্থ। তবে তাঁর নাম পুরোটা পড়তে গিয়ে যে কারোই চক্ষু ছানাবড়া হতে পারে।

তালিকার চতুর্থ নম্বরে মিরাজের পরিবর্তে ‘রাজা’ লিখেছে আইসিসি

আইসিসি তাদের ফটোকার্ডে বাংলাদেশি ক্রিকেটারের নাম লিখে রেখেছে মেহেদী হাসান রাজা। সাথে বাংলাদেশি পতাকার ইমুজি। টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই নামের খেলোয়াড় কখনোই ছিল না। বরং আইসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা বাকিদের নাম কাটুন-জুড়ুন (কাট-পেস্ট) করতে গিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। 

আইসিসি অবশ্য নামটি গুলিয়ে ফেলেছে জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে মিরাজের ঠিক উপরেই আছেন রাজা। তাতে মিরাজ নামের পরিবর্তে মেহেদী হাসানের সঙ্গে রাজা নামটিই জুড়ে দিয়েছে আইসিসি। তবে সেই পোস্টে ভুল ধরিয়ে মন্তব্যের ঘরে ঝড় উঠলেও আইসিসি সেটি সংশোধন করেনি। এখনো আইসিসির ফেসবুক পেজে দেখা যাচ্ছে ‘মেহেদী হাসান রাজা’ নামটি। 

এমআই