৮৯ রান করে যত রেকর্ড ভাঙলেন তানজিদ তামিম
খেলা ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ২১:১৯
রেকর্ডের মালা গেঁথে ঝড় তুললেন তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে ব্যাট হাতে একাই লড়লেন এই ওপেনার। ৬২ বলে দৃষ্টিনন্দন ৮৯ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতেই একাধিক রেকর্ডে নাম লিখিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
তামিমের লড়াকু ৮৯ রানের পরেও বাংলাদেশের ইনিংস থেমেছে ১৫১ রানে। যেখানে দলের মোট রানের প্রায় ৫৯ শতাংশ (৫৮.৯৪%) এসেছে একাই তানজিদের ব্যাট থেকে। যা বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারের এক ইনিংসে দলের রানের সর্বোচ্চ শতাংশের রেকর্ড।

সাইফ হাসান করেন ২২ বলে ২৩ রান, বাকিদের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজ ৩–০ ব্যবধানে নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ, তবে আলোটা কেড়ে নেন কেবল তানজিদ তামিমই।
এই ইনিংসের সুবাদে আরও দুটি বড় রেকর্ড যোগ হলো তানজিদের ঝুলিতে। প্রথমত, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুত ১০০০ রান করা ব্যাটার এখন তানজিদ তামিম। মাত্র ৪২ ইনিংসেই মাইলফলকটি স্পর্শ করেছেন তিনি। যেখানে আগের রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের (৪৫ ইনিংস)।

এছাড়া নিজের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের স্ট্রাইক রেটও (১২৮.১৫) উন্নীত করে এনেছেন দ্বিতীয় স্থানে। বাংলাদেশের হয়ে অন্তত ৫০০ রান করা ব্যাটারদের মধ্যে এগিয়ে কেবল পারভেজ হোসেন ইমন (১৩০.৫৪)।
চলতি বছরটা যেন তানজিদের উৎসবের বছর। ২০২৫ সালে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান (৭১১), সবচেয়ে বেশি ছক্কা (৩৮), সবচেয়ে বেশি ফিফটি (৭) আর সবচেয়ে বেশি চার (৫৮) — চারটি রেকর্ডই এখন তার দখলে। ঘরের মাঠে সিরিজ হারলেও তানজিদের ৮৯ রান দেশের টি–টোয়েন্টি ক্রিকেটে লিখে গেল এক নতুন অধ্যায়।
এমআই