চার বছরের পুরনো রেকর্ড ভাঙলেন তানজিদ তামিম
খেলা ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে লড়াই করেছিলেন তানজিদ হাসান তামিম। ৪৮ বলে খেলেছেন ৬১ রানের ইনিংস। তবে দলের প্রয়োজনের মুহূর্তে আউট হয়েছেন ক্যারিয়ারের নবম ফিফটি করা এই ক্রিকেটার। এরপর জাকের-শামীমরাও বলার মতো কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ১৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দলের পরাজয়ের দিনে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন টাইগার ওপেনার তানজিদ। বাংলাদেশের হয়ে এক বছরে সবচেয়ে বেশি টি–টোয়েন্টি রান করার রেকর্ড এখন তার দখলে। চলতি বছর ২৩ ইনিংস ব্যাট করে তানজিদ করেছেন ৬২২ রান, স্ট্রাইকরেট ১৩৫.২১। ২৯.৬১ ব্যাটিং গড়ের সঙ্গে রয়েছে ৬টি ফিফটি।

এর আগে এই রেকর্ড ছিল ওপেনার নাঈম শেখের দখলে। ২০২১ সালে নাঈম ২৬ ইনিংসে করেছিলেন ৫৭৫ রান, স্ট্রাইকরেট ছিল ১০০.৩৪, ফিফটি ছিল ৩টি। এতদিন এটাই ছিল এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড। চার বছর পর নাইমকে ছাড়িয়ে শীর্ষে ওঠলেন ওপেনার তানজিদ হাসান তামিম।
তালিকায় এরপরের দুটি নাম লিটন দাসের। চলতি বছর ২১ ইনিংসে লিটনের রান ৫৬৪, স্ট্রাইকরেট ১৩২.৭০, গড় ২৯.৬৮। ২০২২ সালেও দারুণ ফর্মে ছিলেন লিটন—তখন তাঁর রান ছিল ৫৪৪, স্ট্রাইকরেট ১৪০.২০। এক বছরে ৫০০ রানের ক্লাবে বাংলাদেশের আরেক সদস্য আফিফ হোসেন। ২০২২ সালে এই রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

এদিকে গতকাল ফিফটির সংখ্যায় সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে ছাড়িয়েছেন তানজিদ। বর্তমানে তার ওপরে রয়েছেন কেবল লিটন আর সাকিব। অভিজ্ঞ এই দুই ক্রিকেটার তানজিদের তুলনায় দ্বিগুণের বেশি ম্যাচ খেলেছেন। এছাড়া ছক্কার রেকর্ডেও নিজের নামটা অনেকদিন ধরে অব্যাহত রাখছেন ওপেনার তানজিদ।
ইতোমধ্যে ২৩ ইনিংসে ৩৪টি ছক্কা হাঁকিয়েছেন এই ওপেনার। এর আগে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কা ছিল জাকের আলী ও তাওহীদ হৃদয়ের । ২০২৪ সালে ২১টি করে ছক্কা মেরেছিলেন এই দুজন। তবে তাদের অনেক আগেই ছাড়িয়েছেন তানজিদ হাসান তামিম।
এমআই