
অধারাবাহিক হয়েও যে কারণে টুর্নামেন্ট সেরা মিরাজ
খেলা ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৫
বিতর্ক নেই, উচ্চবাচ্য নেই, দলের পারফরম্যান্স আহামরি উজ্জ্বল নয়; তবুও বিপিএলে নিয়মিত অংশ নিয়েছে খুলনা টাইগার্স। সরাসরি চুক্তিতে এবার দলটিতে যোগ দিয়েছেন খুলনার সন্তান মেহেদি হাসান মিরাজ। পেয়েছেন অধিনায়কত্বের নেতৃত্বভারও। শুধু দল পরিচালনা নয়, নিজের উজ্জ্বল পারফরম্যান্সে দলকে দিয়েছেন তৃতীয়স্থান অর্জনের মর্যাদা।
চলতি বিপিএলে খুলনার হয়ে ১৪ ম্যাচ খেলেছিলেন মেহেদি হাসান মিরাজ। যেখানে ব্যাট হাতে ২৭.৩০ গড়ে করেছিলেন ৩৫৫ রান। দুই ফিফটির এই মৌসুমে স্ট্রাইকরেট ছিল ১৩৩। ব্যাটের পাশাপাশি বল হাতেও উজ্জ্বল ছিলেন খুলনার অধিনায়ক। ১৪ ইনিংসে ২৯ গড়ে শিকার করেছেন প্রতিপক্ষের ১৩ উইকেট। যেখানে প্রতি উইকেট তুলতে হাত ঘোরাতে হয়েছে ২২ বল।
ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স করায় মেহেদিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে বিপিএলের জুরি বোর্ড। ফাইনাল ম্যাচ শেষে মিরাজের হাতে পুরস্কার ও অর্থ তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। টুর্নামেন্ট সেরা হওয়ায় দশ লাখ টাকা পুরস্কার পেয়েছেন এই অলরাউন্ডার।
পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত অবশ্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাছাইয়ে কেউই তেমন করে ফেবারিট ছিলেন না। এবারের আসরে সর্বোচ্চ রান করা নাইমের পারফরম্যান্স চোখে লাগার মতোও না। আবার তাদের দল বাদ পড়েছে কোয়ালিফায়ারে। ২৫ উইকেট নেওয়া তাসকিনের দল সেরা চারেই উঠতে পারেনি। আবার বরিশাল, চিটাগংয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কেউই নেই।
চিটাগংয়ে শেষবেলায় দুর্দান্ত ব্যাটিং করা খাজা নাফে খেলেছেন মোটে ৫ ম্যাচ। বল হাতে শরিফুলও উত্থান-পতনে গিয়েছেন। বরিশালের তামিম ইকবাল, মুশফিক, হৃদয়, রিয়াদ- কেউই আশাব্যঞ্জক পারফরম্যান্স করেননি। রিশাদ নিয়মিত বল করলেও ব্যাট হাতে সুযোগ পেয়েছেন মোটে ৩ ইনিংস। ফলে ফাইনালের দল থেকে সেরা খেলোয়াড় বাছাই জুরি বোর্ডের জন্য বেশ কষ্টসাধ্যই ছিল।
বিপিএলের গ্রুপ পর্বে টুর্নামেন্টের সেরা পারফর্মার ছিলেন পাকিস্তানের খুশদিল শাহ। ২৯৮ রানের পাশাপাশি নিয়েছিলেন ১৭ উইকেট। তবে তিনি ১০ ম্যাচ খেলেই দেশে ফিরেছেন। বরিশালের ফাহিম আশরাফের বেলায় একই কারণ প্রযোজ্য। তবে এদের পরে ব্যাট-বলে উজ্জ্বল ছিলেন মেহেদি মিরাজ। যদিও প্লে-অফে একেবারেই নিষ্প্রভ ছিল মিরাজের ব্যাট। তবুও মিরাজ থেকে ভালো কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁর হাতেই ওঠেছে টুর্নামেন্টের সেরার ক্রেস্ট।
মিরাজ টুর্নামেন্ট সেরা হলেও ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান। ওপেনিংয়ে নেমে ২৯ বলে করলেন ৫৪ রান করে শুরুতে জয়ের ভিত গড়ে দিয়েছেন বরিশালের অধিনায়ক। যেখানে ৯ বাউন্ডারির পাশাপাশি ১ ছক্কা মেরেছেন তামিম।
এমআই