টেস্ট দলের নেতৃত্বে থাকছেন শান্ত, নিশ্চিত করল বিসিবি
খেলা ডেস্ক
০১ নভেম্বর ২০২৫, ১৮:২৮
বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে আবারও দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রের জন্য শান্তকেই টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর নেতৃত্ব ছেড়েছিলেন শান্ত। এরপর থেকে বাংলাদেশ আর কোনো টেস্ট খেলেনি এবং নতুন অধিনায়কের নামও ঘোষণা করা হয়নি। তবে আয়ারল্যান্ড সিরিজের আগে ফের নেতৃত্বের ভার তুলে নিলেন শান্ত। বিসিবির আস্থায় থেকে তিনি এবার পূর্ণ মেয়াদের জন্যই টেস্ট দলের দায়িত্ব পাচ্ছেন।

এর মধ্য দিয়ে লাল বলের ক্রিকেটে আবারও শান্তর হাতেই নেতৃত্বের রাশ ফিরল—নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন তার কাঁধে। পাশাপাশি সব ঠিক থাকলে মুশফিকের শততম টেস্টে অধিনায়কত্বের ব্লেজার পরে টসে নামবেন এই ক্রিকেটার।
এর আগে বোর্ড অনুরোধ করলেও না করে দিয়েছিলেন সাবেক অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। আগ্রহী ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে বিসিবি বেছে নিল শান্তকেই। নাজমূল আবেদীন ফাহিম না পারলেও শান্তকে বুঝিয়ে রাজি করিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালকরা।

ব্যাটার হিসেবে নানান সমালোচনা থাকলেও নেতৃত্ব গুণে শান্ত ইতোমধ্যে নজর কেড়েছেন। অধিনায়কত্ব ছাড়ার আগে বাংলাদেশকে ১৪ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যেখানে চার জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে ৯টি ম্যাচে। এ ছাড়া একটি ম্যাচ ড্র করেছে। পাকিস্তানকে হোয়াইটওয়াশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় এসেছে শান্তর অধীনে।
পুনরায় নেতৃত্ব পাওয়া নিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। বোর্ড আমার অধিনায়কত্বে যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। টেস্ট ক্রিকেটে আমার দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়।’
এমআই