Advertisement
Us Bangla Airlines
টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন শান্ত

খেলা ডেস্ক

২৮ জুন ২০২৫, ১১:৫৩

গুঞ্জনটা সত্যিই হলো। টেস্ট সংস্করণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন নাজমুল হোসেন শান্ত। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। লঙ্কা সফরে আসার আগে আচমকা ওয়ানডের অধিনায়কত্ব হারিয়েছেন এই ক্রিকেটার। সবমিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে শান্ত অধ্যায় এখানেই ইতি টানলো।

কলম্বোতে আজ (শনিবার) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেস্টের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’

টেস্ট সংস্কৃতি নিয়ে কথা বলা দুঃখজনক, বলছেন শান্ত

তিনি আরও বলেন, ‘দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে, এক দলে তিন অধিনায়ক একটু কঠিন হতে পারে। পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। বাঁহাতি এই ব্যাটারের নেতৃত্বে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। তবে আশানুরূপ পারফর্ম না করায় নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন এই ক্রিকেটার।

চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এরপর টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। ২০২৭ বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনাও প্রস্তুত করছিলেন এই টপ অর্ডার ব্যাটার। কিন্তু আচমকা ওয়ানডে নেতৃত্ব থেকে শান্তকে সরিয়ে দেয় বিসিবি। 

টেস্টের অধিনায়কত্ব ছাড়া নিয়ে যা বললেন শান্ত

তাতে গুঞ্জন ওঠেছিল, অভিমান থেকে টেস্ট ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চলেছেন শান্ত। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। সবমিলিয়ে, এক বছরের মাথায় বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়লেন এই ক্রিকেটার।

এদিকে চলতি বছরে আর কোনো টেস্ট ম্যাচ খেলবে না বাংলাদেশ। আগামী বছরের মার্চে পাকিস্তানের বিপক্ষে পরবর্তী টেস্ট খেলবে টাইগাররা। ফলে নতুন অধিনায়ক নির্বাচনে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমআই