Advertisement
Us Bangla Airlines
দুঃসংবাদ দিলেন শ্রীলঙ্কার বিপক্ষে দুই সেঞ্চুরি করা শান্ত

দুঃসংবাদ দিলেন শ্রীলঙ্কার বিপক্ষে দুই সেঞ্চুরি করা শান্ত

খেলা ডেস্ক

২৩ জুন ২০২৫, ১২:৫৬

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। পাশাপাশি টেস্ট অধিনায়ক হিসেবে শান্তের ব্যাপ্তিকালও পরিষ্কার করেছিল আমিনুল ইসলামের বোর্ড। আগামী এক বছর শান্ত টেস্ট দলের অধিনায়কত্ব করবেন।

সাদা পোশাকের অধিনায়কত্বের সময় নিশ্চিত করার মাঝেই দুঃসংবাদ পেয়েছিলেন এই ক্রিকেটার। আচমকা তার হাত থেকে ওয়ানডে ক্রিকেটের নেতৃত্ব কেড়ে নিয়েছিল বিসিবি। তার পরবর্তী মেহেদি মিরাজকে ওয়ানডের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শান্তকে এভাবে সরিয়ে দেওয়া নিয়ে বিসিবিকে বেশ সমালোচনা শুনতে হয়েছে।

পন্টিং-ব্র্যাডম্যানদের কাতারে নাজমুল, টেস্টে বিরল রেকর্ড!

এবার বিসিবির অপেশাদারিত্বের সূত্র ধরে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়তে চলেছেন এই ক্রিকেটার। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কা সফর শেষেই নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানিয়ে নেতৃত্বভার ছেড়ে দিবেন। বিষয়টি জানিয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

বিসিবির এক ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে ক্রিকবাজ এ তথ্য প্রকাশ করেছে। সেই সূত্র জানায়, ‘আমার মনে হয় না শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর শান্ত অধিনায়কত্ব চালিয়ে যাবেন। আমি ওকে অনেকদিন ধরে চিনি। ওর সঙ্গে যা ঘটেছে, তাতে ও খুব একটা খুশি নয়—এটাই আমার ধারণা।’

ক্রিকবাজ জানায়, শান্ত একসময় সব ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদই টেস্ট ও ওয়ানডে দলে দায়িত্ব চালিয়ে যেতে বলেন। তবে ফারুক আহমেদ বিসিবি থেকে বিদায় নেওয়ার পর এবার ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন শান্ত।

৫৬৭ দিন পর সেঞ্চুরির দেখা পেলেন শান্ত

এক জরুরি জুম বৈঠক শেষেই এই সিদ্ধান্ত নেয়া হয়। ক্রিকবাজ তাদের খবরে উল্লেখ করেছে, এই সিদ্ধান্তের সময়ে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে দল নিয়ে আলোচনা করার কথা ছিল শান্ত। কিন্তু ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের ফোনকলের পর শান্ত আর সিমন্সের সঙ্গে বৈঠক করেননি। 

বোর্ডের সূত্রগুলোর দাবি অনুযায়ী, এই সিদ্ধান্ত শান্তর জন্য ছিল একেবারেই অপ্রত্যাশিত। কারণ তিনি আগামীতেও ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এবং শ্রীলঙ্কা সফর ঘিরে কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোচনায় নিজের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। 

এমআই