Advertisement
Us Bangla Airlines
গলের রেকর্ডটা নিজেদের করে নিলেন মুশফিক-শান্ত

গলের রেকর্ডটা নিজেদের করে নিলেন মুশফিক-শান্ত

খেলা ডেস্ক

১৮ জুন ২০২৫, ১২:২৫

স্মৃতিবিজড়িত গল টেস্টের শুরুটা ভালো হয়নি। মাত্র পাঁচ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৪৫ রানের মাথায় বাংলাদেশের তিন ব্যাটারকে আউট করে শ্রীলঙ্কা। এরপর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। প্রথম দিনের বাকিটাই ছিল কেবল এই দুজনের গল্প।

গলের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৯২ রান। যেখানে ২৪৭ রান এসেছে চতুর্থ উইকেট থেকে। শ্রীলঙ্কার এই ভেন্যুতে খেলা আগের টেস্টেই চতুর্থ উইকেটে জুটির রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং অ্যালেক্স ক্যারি। গলে এই দুই ব্যাটার মিলে করেছেন ২৫৯ রান।

৪৫ রানে তিন উইকেট হারিয়েও চালকের আসনে বাংলাদেশ

গল টেস্টে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি গড়তে মুশফিক-শান্তের প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। আজ ম্যাচের দ্বিতীয় দিন সকালে আরও ১৭ রান যোগ করে এই জুটি। তাতেই গলে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি নিজেদের নামে লিখে নেয় মুশফিক-শান্ত।

পেসার আসিথার ফুলার লেন্থের বল সোজা ব্যাটে খেলতে গিয়ে গড়বড় করে বসেন বাংলাদেশ অধিনায়ক। মিড অফে বিদায়ী অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেন তিনি। আউট হওয়ার আগে ১৪৮ রান করেছেন টাইগার অধিনায়ক। মাত্র দুই রানের জন্য ড্যাডি সেঞ্চুরি মিস করেছেন তিনি।

৪৫ রানে তিন উইকেট হারিয়েও চালকের আসনে বাংলাদেশ

শান্তের দুই রানের আক্ষেপের সঙ্গে এই জুটিও ২ রানের অভাবে আরেকটি রেকর্ড থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি মুমিনুল-মুশফিকের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত-মুশফিক জুটি আরও দুই রান যোগ করতে পারলে চতুর্থ উইকেটে যৌথভাবে সর্বোচ্চ জুটির খাতায় নাম লেখাতে পারতেন। আর তিন রান যোগ করতে পারলে সর্বোচ্চ জুটি গড়ার রেকর্ড গড়তেন তারা। তবে ম্যাচের ৯৭তম ওভারে শান্তের আউটে রেকর্ডের দরজা বন্ধ হয়ে পড়ে।

এমআই