
কুক-রুটকে ছাড়িয়ে আরও ওপরে মুশফিকুর রহিম
খেলা ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৬:০৪
শ্রীলঙ্কার সঙ্গে মুশফিকের সখ্যতা যেন একটু বেশিই। ক্রিকেটের তিন ফরম্যাটে শ্রীলঙ্কাকে পেলেই বেশি হাসতো মুশফিকের ব্যাট। টেস্ট ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরি, ওয়ানডের ব্যক্তিগত সর্বোচ্চ রান, টি-টোয়েন্টির মহাকাব্যিক ৭২ ও ব্যক্তিগত সর্বোচ্চ- সবকিছুর রেকর্ডই লঙ্কানদের বিপক্ষে সেরেছেন এই ডানহাতি ব্যাটার।
ওয়ানডে, টি-টোয়েন্টিকে ইতোমধ্যে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম। বর্তমানে শুধু টেস্ট ক্রিকেটটাই খেলছেন এই মিডলঅর্ডার ব্যাটার। চলতি বছরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেট শেষ করবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষবারের মতো খেলছেন মুশফিকুর রহিম।
একে তো প্রিয় প্রতিপক্ষ, তার ওপর সম্ভাব্য শেষ সিরিজ- সবমিলিয়ে নিজের শেষটা সুন্দর করতে চলেছেন এই ডানহাতি ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে দলের বিপদের মুহূর্তে নেমে ফিফটি হাঁকিয়েছেন তিনি। তাতেই নতুন রেকর্ড গড়ে বসেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ম্যাচ শুরুর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ১৩৪৬ রান করেছিলেন মুশফিকুর রহিম। আজকের ফিফটিতে রান সংখ্যায় টেস্ট ফরম্যাটের সেরা ব্যাটার জো রুটকে ছাড়িয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ২৪ ইনিংসে ১৩৭৬ রান করেছেন জো রুট। ইতোমধ্যে ১৪০০ রানের মাইলফলক ছাড়িয়েছেন মুশফিকুর রহিম।
শুধু রুট নয়, পাকিস্তানের আজহার আলী এবং ইংল্যান্ডের অ্যালিস্টার কুককেও রান সংখ্যায় ছাড়িয়েছেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার সাদা পোশাকে ১৩১৯ রান করেছিলেন আজহার আলী, অন্যদিকে অ্যালিস্টার কুক করেছেন ১২৯০ রান।
সবমিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে রান সংগ্রহে সেরা ছয়ে আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটারের ওপরে আছেন কেইন উইলিয়ামসন, রাহুল দ্রাবিড়, ইনজামাম-উল-হক, শচীন টেন্ডুলকার এবং ইউনিস খান। ব্যাট হাতে আরও রানের দেখা পেলে তালিকার সেরা তিনে উঠতে পারবেন মুশফিকুর রহিম।
এমআই