
ঈদের পরেই বিসিবির ক্যাম্প, অনুশীলনে থাকবেন যারা
খেলা ডেস্ক
০৫ জুন ২০২৫, ১৫:৫৫
আমিরাত, পাকিস্তান সিরিজ শেষ করে সম্প্রতি দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঈদুল আজহার জন্য পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচ খেলেছে লিটনরা। ঈদের ছুটি শেষ করে পুনরায় মাসব্যাপী ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ঈদের পরেই অনুশীলন ক্যাম্প করবে শান্ত-মুশফিকরা।
চলতি মাসের ১৭ তারিখ থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিরিজের শুরুতে থাকছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতোমধ্যে সাদা পোশাকের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট খেলতে আগামী ১৩ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল।
শ্রীলঙ্কা যাওয়ার আগে দেশের মাটিতে কিছুদিনের অনুশীলন ক্যাম্প করবে টাইগাররা। ঈদের একদিন পর, অর্থাৎ আগামী ৯ জুন থেকে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই অনুশীলন ক্যাম্প শুরু হবে। টেস্ট স্কোয়াডের প্রতিটি সদস্যই এই অনুশীলনে উপস্থিত থাকবেন।
এছাড়া শুরুর দিন থেকেই ক্রিকেটারদের সঙ্গে থাকবেন পুরো কোচিং স্টাফ। পাশাপাশি সাদা বলের বাকি ক্রিকেটাররাও এই অনুশীলনে হাজির হবে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র।
গতকাল টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাঠে টেস্ট সিরিজের দলটাই প্রায় রাখা হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য। তবে ফাস্ট বোলিং আক্রমণে এসেছে পরিবর্তন। তানজিম হাসান সাকিবের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এবাদত হোসেন।
পেস আক্রমণে এবাদত ছাড়াও আছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও সৈয়দ খালেদ। উপ-মহাদেশীয় কন্ডিশন বিবেচনায় চারজন স্পিনারকে দলে রেখেছে বিসিবি। অভিজ্ঞ মিরাজ-তাইজুল-নাঈমের সঙ্গে পুনরায় সাদা পোশাকে ডাক পেয়েছেন হাসান মুরাদ।
শ্রীলঙ্কার বিপক্ষেও দলে থাকছেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে তার সঙ্গী হচ্ছেন সাদমান ইসলাম। তবে লম্বা সময় ওপেনিংয়ে সময় কাটানো জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় বাদ পড়ছেন এই সিরিজে। সাদা পোশাকের দলে ফিরেছেন লিটন দাস। পিএসএলের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ছিলেন না তিনি।
এমআই