Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়ায় ৩২ রানের জয় পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় ৩২ রানের জয় পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ২০:০১

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩২ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নেপালের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানরা। টাইগারদের বিপক্ষে ম্যাচের সব ওভার খেললেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি নেপাল জাতীয় দল। তাতে দুই ম্যাচে হার গুনেছে এশিয়ার দেশটি।

ডারউইনে আজ শনিবার টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে ১৫৪ রানেই প্রতিপক্ষ নেপালকে থামিয়ে দেয় হাসান-রাকিবুলরা। তাতেই ৩২ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে এটাই বাংলাদেশের প্রথম জয়।

এদিন দুই ওপেনার নাঈম শেখ ও জিসান আলম ঝোড়ো সূচনা এনে দেন। পাওয়ারপ্লেতে ওঠে বিনা উইকেটে ৫৩ রান তুলে বাংলাদেশ। ১৮ বলে ২৫ রান করে নাঈম আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নামা সাইফ হাসান করেন ১১ বলে ১১ রান। তবে একপ্রান্ত আগলে রাখেন জিসান। আউট হওয়ার আগে ৪৫ বলে ৭১ রান করেন তিনি।

চার নম্বরে নেমে মাত্র ২৩ বলে খেলেন ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব। তবে অধিনায়ক নুরুল হাসান সোহান এদিনও ব্যর্থ হয়েছেন। ১১ বলে করেন মাত্র ৫ রান। ইনিংসের শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন করেন ৭ বলে ৭ রান। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান, ৬ উইকেট হারিয়ে।

নেপালের হয়ে রিজান ধাকাল নেন ২ উইকেট। ১টি করে উইকেট পান কারান কেসি, নন্দন যাদব ও সন্দ্বীপ লামিচানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুশল ভুরটেলকে হারায় নেপাল। ৭ বলে ১৩ রান করে তাকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর ১০ বলে ১৫ রান করা লোকেশ বামকে ফেরান রাকিবুল হাসান। অধিনায়ক রোহিত পাউডেল ফেরেন ১৩ বলে ১০ রান করে। তোফায়েলের বলে আউট হওয়ার আগে ২৪ বলে করেন ২৮ রান করেন আসিফ শেখ।

শেষ দিকে কুশল মালা লড়াই চালিয়ে যান। ৪৭ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। তবে অন্যপ্রান্ত থেকে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। ফলে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে নেপালের সংগ্রহ দাঁড়ায় ১৫৪ রান।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। হাসান মাহমুদের শিকার ২ উইকেট। ১টি করে উইকেট পান রিপন মন্ডল ও তোফায়েল আহমেদ।

এমআই