
৭ ওভারে ৯২ রান করেও জয় পেল না বাংলাদেশ
খেলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৯:৫২
লক্ষ্যটা পাহাড়সম। জিততে হলে বাংলাদেশ ‘এ’ দলকে ২০ ওভারে করতে হবে ২২৮ রান। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরু থেকে ব্যাট হাতে টর্নেডো চালিয়েছেন জিসান আলম ও সাইফ হাসান। দুই টপঅর্ডারের কল্যাণে মাত্র সাত ওভারেই ৯২ রান তুলে বাংলাদেশ ‘এ’ দল। তবুও শেষ পর্যন্ত ৭৯ রানের বড় ব্যবধানে হারে নুরুল হাসান সোহানরা।
ডারউইনে আজ বৃহস্পতিবার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান শাহিনস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছে ইয়াসির খান। বাংলাদেশের হয়ে ৩৪ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। জবাবে খেলতে নেমে ১৬.৫ ওভারে ১৪৮ রানেই সব উইকেট হারায় বাংলাদেশ।
জাতীয় দলে বাজে পারফর্ম করা নাইম শেখ ‘এ’ দলে এসেও ব্যর্থ হয়েছেন। ৪ বলে মাত্র ৫ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ের পরও খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল বাংলাদেশ। তিনে নেমে পাকিস্তানি বোলারদের দুঃস্বপ্ন উপহার দেন সাইফ হাসান। জিসানকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৮৬ রান।
১৭ বলে ৩৩ রান করে জিশান বিদায় নিলে ভাঙে সেই জুটি। দারুণ ব্যাটিংয়ে ব্যাক্তিগত ফিফটি তুলে নেন সাইফ। সবমিলিয়ে ৩২ বলে ৫৭ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। তবে তার বিদায়ের পর আর কেউই সুবিধা করতে পারেননি। আফিফ হোসেন ধ্রুব-মাহিদুল ইসলাম অঙ্কনরা দ্রুত ফিরলে দেড়শর আগেই অল আউট হয় বাংলাদেশ।
ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তারা দুই জন। জিসানকে সাথে নিয়ে দ্বিতীয় উইকেটে ৮৬ রান যোগ করেন সাইফ হাসান। #TopEndT20
Posted by Khela.com on Thursday, August 14, 2025
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুই উদ্বোধনী ব্যাটার খাজা নাফি ও ইয়াসির খান রীতিমতো ঝড় তোলেন। তাদের ব্যাটে ভর করেই শক্ত ভিত পায় দল। ৩১ বলে ৬১ রান করে নাফি রান আউটের শিকার হলে ভাঙে ১১৮ রানের উদ্বোধনী জুটি। ফিফটি পেয়েছেন আরেক ওপেনার ইয়াসিরও। তার ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৬২ রান।
তিনে নেমে ২৭ বলে অপরাজিত ৫০ রান করেছেন আব্দুল সামাদ। এ ছাড়া ১২ বলে ২৫ রান করেছেন ইরফান খান। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৭ রান করেছে পাকিস্তান শাহিনস। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছে ইয়াসির খান।
পাকিস্তানের তিন উইকেট শিকার করা বাংলাদেশি বোলার #TopEndT20
Posted by Khela.com on Thursday, August 14, 2025
বাংলাদেশের হয়ে ৩৪ রানে এক উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। এছাড়া বাঁহাতি স্পিনার রাকিবুল ও মাহফুজ রাব্বিও একটি করে উইকেট পেয়েছেন।
এমআই