Advertisement
Us Bangla Airlines
রিয়াল ইমপ্যাক্টকে ছাড়ছে বিসিবি, বিপিএল আয়োজনে যে প্রতিষ্ঠান

রিয়াল ইমপ্যাক্টকে ছাড়ছে বিসিবি, বিপিএল আয়োজনে যে প্রতিষ্ঠান

খেলা ডেস্ক

১১ আগস্ট ২০২৫, ১৭:৪৩

বিপিএলের গেল আসরগুলোতে সম্প্রচারের দায়িত্ব পালন করেছে ভারতীয় প্রতিষ্ঠান রিয়াল ইমপ্যাক্ট। বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজও এই প্রতিষ্ঠানের মাধ্যমে সম্প্রচারিত হয়। তবে বিপিএলের গেল আসরের দুর্নাম ঘুচাতে বেশ তৎপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে কপাল পুড়তে যাচ্ছে ভারতের রিয়াল ইমপ্যাক্টের।

বিপিএলকে আরও পেশাদার করে তুলতে বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির হাতে দায়িত্ব দিচ্ছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট আয়োজনে ইতোমধ্যে ৫টি কোম্পানি আবেদন করেছিল। যেখানে বিসিবির সব প্রয়োজনীয়তা পূরণেও প্রস্তুত বলে জানিয়েছে রিয়াল ইমপ্যাক্ট। তবে এই কোম্পানির পরিবর্তে বিপিএলের দায়িত্ব পাচ্ছে আইএমজি।

বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত তথ্য না জানালেও এই প্রতিষ্ঠানকেই বেছে নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। জানা গেছে, পাঁচ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের মধ্যে দুটির রিপোর্ট সন্তোষজনক মনে হয়নি বোর্ডের। বাকি তিন প্রতিষ্ঠানের মধ্যে আর্থিক দিক বিবেচনা করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আইএমজিতেই আস্থা পেয়েছেন বোর্ড পরিচালকরা।

জানা যায়, বিপিএল আয়োজনে প্রতি বছর দেড় লাখ মার্কিন ডলার চেয়েছে আইএমজি। বিপিএল আয়োজনে আগ্রহ দেখানো বাকি চার প্রতিষ্ঠানের তুলনায় অর্থের পরিমাণটা এখানেই কম পেয়েছে বোর্ড। এছাড়া প্রতিষ্ঠানটির সঙ্গে আরও বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে বোর্ডের। তাতেই আইএমজিকেই বেছে নেওয়া হতে পারে।

অন্যদিকে, বিপিএল ঘিরে দুটি মডেলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল বিসিবিতে। এর মধ্যে একটিতে ছিল পুরো টুর্নামেন্টের দায়িত্ব তাদের বুঝিয়ে দেওয়া এবং টুর্নামেন্ট শেষে লভ্যাংশ ভাগাভাগি করে নেওয়া। আর দ্বিতীয়টি ছিল সব তারা করবে এমনকি লভ্যাংশও কী হবে সেটাও তাদের বিষয়। 

দ্বিতীয় পদ্ধতিতে মোট ২০ মিলিয়ন ডলারের মতো আয় হতো বিসিবির। তবে এই পদ্ধতিতে রাজি হয়নি বোর্ড। পরিচালকরা মনে করেন, লাভ-লস যেটাই হোক, সেটা বোর্ড ভাগাভাগি করে নেবে। আইএমজির দেওয়া প্রথম প্রেজেন্টেশনেও সেজন্য বেশি পছন্দ হয়েছে বোর্ডের। এবার কেবল আনুষ্ঠানিকতার পালা।

এমআই