Advertisement
Us Bangla Airlines
চমক রেখেই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বিসিবি

চমক রেখেই অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বিসিবি

খেলা ডেস্ক

০৪ আগস্ট ২০২৫, ১৮:২৭

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টটির গেল আসরে এইচপি দল খেললেও এবার বাংলাদেশ ‘এ’ দলকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডারউইনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের জন্য আজ সোমবার ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। জাতীয় দলে তিন ফরম্যাটে প্রতিনিধিত্ব করা হাসান মাহমুদকেও রাখা হয়েছে এই দলে। তরুণ ক্রিকেটার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন আগ্রাসী ওপেনার জিশান আলম।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

এছাড়া মাহফুজুর রহমান রাব্বি, মুশফিক হাসান, রিপন মন্ডল, তোফায়েল আহমেদকে স্কোয়াডে রেখেছে বিসিবি। পাশাপাশি অভিজ্ঞ সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, মাহিদুল ইসলাম, ইয়াসির আলী, আফিফ হোসেন, নাঈম হাসানরাও এই দলের প্রতিনিধিত্ব করবেন।

আগামী ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহিনস (এ দল)। অন্যদিকে ২০২৪ সালের ফাইনালে খেলেছিল বাংলাদেশ এইচপি দল।

গেল মৌসুমে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। এবার একাদশে সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটার। আগামী ৭ আগস্ট সন্ধ্যায় অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ ‘এ’ দল।

একনজরে বাংলাদেশ ‘এ’ স্কোয়াড

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

এমআই