Advertisement
Us Bangla Airlines
অস্ট্রেলিয়ায় উদ্বোধনী ম্যাচেই খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

অস্ট্রেলিয়ায় উদ্বোধনী ম্যাচেই খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

খেলা ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ১৭:১৭

অস্ট্রেলিয়ার ডারউইনে গেল বছর টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। চলতি বছর এই টুর্নামেন্টে পুনরায় অংশগ্রহণ করতে যাচ্ছে টাইগাররা। ১১ দলের অংশগ্রহণে এবারের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আয়োজক সংস্থা।

আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়ার ডারউইনে এই সিরিজ শুরু হবে। ফাইনাল ম্যাচের মাধ্যমে আগামী ২৪ আগস্ট এই টুর্নামেন্টের পর্দা ওঠবে। তবে গেল আসরের মতো এবারও উদ্বোধনী ম্যাচে থাকছে টাইগাররা। টুর্নামেন্টের প্রথম দিনেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ এইচপি দল

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

১৬ আগস্ট বাংলাদেশের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ নেপাল। ১৭ আগস্ট পার্থ স্কর্চার্সের বিপক্ষে মাঠে নামবে টাইগার এইচপি। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৯ আগস্ট, প্রতিপক্ষ এনটি স্ট্রাইক। ২১ আগস্ট মেলবোর্ন স্টার্সের বিপক্ষে নামবে বাংলাদেশ। ২৩ আগস্ট, লিগ পর্বের শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে নামবে টাইগাররা।

আগামী ২৪ আগস্ট টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। একইদিনেই আয়োজিত হবে ফাইনাল ম্যাচও।

২০ ওভারের এই টুর্নামেন্টে মোট ১১টি দল অংশগ্রহণ করবে। যার আটটিই বিগ ব্যাশের দল। এগুলো হলো- মেলবোর্ন রেনেগেডস, পার্থ স্কর্চার্স, মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্স, কিংসম্যান, এসিটি কমেটস ও এনটি স্ট্রাইক।

এ ছাড়া নেপাল জাতীয় দল, পাকিস্তান শাহিনস ও বাংলাদেশ এইচপি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

একনজরে বাংলাদেশ দলের সূচি

তারিখ প্রতিপক্ষ
১৪ আগস্ট পাকিস্তান শাহিনস
১৬ আগস্ট নেপাল
১৭ আগস্ট পার্থ স্কর্চার্স
১৯ আগস্ট এনটি স্ট্রাইক
২১ আগস্ট মেলবোর্ন স্টার্স
২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্স

এমআই