Advertisement
Us Bangla Airlines
দ্বিতীয় ওয়ানডের আগে শ্রীলঙ্কা ছাড়লেন ফিল সিমন্স

দ্বিতীয় ওয়ানডের আগে শ্রীলঙ্কা ছাড়লেন ফিল সিমন্স

খেলা ডেস্ক

০৪ জুলাই ২০২৫, ১৩:১২

শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোতে এই ম্যাচ হারলেই সিরিজ খোয়াবে টাইগাররা। কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রধান কোচ ফিল সিমন্সকে পাচ্ছে না বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর অসমাপ্ত রেখেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। 

জানা গেছে, ব্যক্তিগত অসুস্থতার কারণে সিরিজের মাঝপথেই শ্রীলঙ্কা ছেড়েছেন এই ক্যারিবিয়ান কোচ। আপাতত তার গন্তব্য লন্ডনে। চিকিৎসার জন্য সিরিজের মাঝপথেই উড়াল দিতে হচ্ছে তাঁকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক নাফিস ইকবাল খবরটি নিশ্চিত করেছেন।

‘আল্লাহ কী লিখে রেখেছেন জানি না, আমরা মেহনত করছি’

নাফিস ইকবাল বলেন, ‘ব্যক্তিগত কারণে ফিল সিমন্স দুদিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। ফেব্রুয়ারিতেই তার চিকিৎসকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় ওই সময় যেতে পারেননি। এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই মিস করা সম্ভব ছিল না।’

নাফিস আরও বলেন, ‘ফিল সিমন্স চেষ্টা করেছিলেন সময়টা পরিবর্তন করার, কিন্তু সম্ভব হয়নি। এই সফরের আগেও বোর্ডের সঙ্গে সিমন্স পরামর্শ করে পরিকল্পনা করেছিলেন। ডাক্তার দেখিয়ে ইনশাআল্লাহ ৭ তারিখ (জুলাই) শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’

চ্যাম্পিয়নস ট্রফিতে লিটনের ফেরা নিয়ে যা বললেন সিমন্স

এদিকে আট বছর পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে গিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো হয়নি। সিরিজের প্রথম ম্যাচে জয়ের আশা জাগিয়ে বাজেভাবে হেরেছে মেহেদী মিরাজের দল। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে লাল-সবুজের দল। বাঁচা-মরার এই ম্যাচে নামার আগেই প্রধান কোচকে হারিয়েছে টাইগাররা। সিমন্স ফেরার আগ পর্যন্ত বাংলাদেশকে দেখভাল করবেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

এমআই