Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ কোচের যে রেকর্ড কখনোই ভাঙতে পারবে না কেউ!

বাংলাদেশ কোচের যে রেকর্ড কখনোই ভাঙতে পারবে না কেউ!

খেলা ডেস্ক

৩০ জুন ২০২৫, ১৬:০৪

কোচ ফিল সিমন্সকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিশ্বের একাধিক দলের সঙ্গে কোচ হিসেবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছেন ফিল সিমন্স। নামে-ভারে খুব একটা এগিয়ে না থাকলেও ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কাজ করবেন এই কোচ।

ক্রিকেটীয় জীবনটা মন্দ ছিল না ত্রিনিদাদের অলরাউন্ডার ফিল সিমন্সের। টেস্টে ২৬ ম্যাচ খেলে ১০০২ রান করেছিলেন এই ক্রিকেটার, পাশাপাশি ৪ উইকেট শিকার করেছেন তিনি। ওয়ানডেতে ১৪৩ ম্যাচে ৩৬৭৫ রান করার পাশাপাশি ৮৩ উইকেট শিকার করেছেন সাবেক ক্যারিবিয়ান অলরাউন্ডার ফিল সিমন্স।

ক্যারিবিয়ান দলে পার্ট টাইমার হিসেবে কাজ করতেন ফিল সিমন্স। ৫০ ওভারের ক্রিকেটে বল হাতে এমন এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন তিনি, যা ভাঙা প্রায় অসম্ভব। 

১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে সিডনিতে ১০ ওভার বোলিং করেছিলেন ফিল সিমন্স। যার ৮টাই ছিল মেইডেন ওভার। সবমিলিয়ে দশ ওভার বোলিং করে ৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেছিলেন বাংলাদেশের প্রধান কোচ। যেখানে ওভারপ্রতি ব্যয় ছিল দশমিক ৩০ রান।

ওয়ানডে ক্রিকেটে দশ ওভার বোলিং করেছেন, এমন কোনো বোলারের ইকোনমি আজ পর্যন্ত ফিল সিমন্সকে ছুঁতে পারেনি। বরং ৩৩ বছর আগে গড়া এই রেকর্ড কোনো বোলারের পক্ষে ভাঙা অসম্ভবই বলা চলে। এমনকি এই বোলিং ফিগারের কাছাকাছি কেবল একজন বোলার।

১৯৯৯ সালে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ১০ ওভারে দিয়েছিলেন মাত্র ৫ রান। ওভারপ্রতি রান দশমিক ৫০। তবে এত কাছে থেকেও শেষ পর্যন্ত ফিল সিমন্সের রেকর্ডটি ছুঁতে পারেননি অ্যামব্রোস। নিশ্চিতভাবে বলা যায়, সিমন্সের এই কিপটে বোলিংয়ের রেকর্ড আরও অক্ষত থাকবে।

এমআই