
জাদেজা-জয়সুরিয়াকে পেছনে ফেলে সবার ওপরে তাইজুল
খেলা ডেস্ক
২৭ জুন ২০২৫, ১৯:৫৬
কলম্বো টেস্টের তৃতীয় দিনে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার চার উইকেট শিকার করেছে টাইগার বোলাররা। দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই লঙ্কানদের আরও চার উইকেট তুলে নেয় বাংলাদেশ। টাইগারদের হয়ে পাঁচটি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়বারের মতো ফাইফারের মাইলফলক ছুঁয়েছেন এই বোলার, ক্যারিয়ারে যা ১৭তম। সিংহলিজে ফাইফার তোলার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ফাইফার তুলেছেন তাইজুল। টাইগার স্পিনারের কাছে ৫ উইকেটের মাইলফলক ছোঁয়া যেন মামুলি ব্যাপার।
২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে অভিষেক হয় তাইজুলের। ক্যারিবিয়ানদের মাটিতে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। শ্রীলঙ্কার চলমান ম্যাচসহ বিদেশের মাটিতে ৫ বার এবং দেশের মাটিতে ১২ বার ফাইফারের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল।
নিজের অভিষেকের পর থেকে এখন পর্যন্ত কোনো বাঁহাতি স্পিনার তাইজুলের চেয়ে বেশি ফাইফার স্পর্শ করতে পারেননি। ১৭ বার ফাইফার ছোঁয়া টাইগার স্পিনারের পর এ তালিকায় আছেন রঙনা হেরাথ। অবসর ঘোষণার আগে ৬৭ ইনিংসে ১৩ বার ফাইফার পেয়েছিলেন তিনি।
বাঁহাতি স্পিনার হিসেবে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত টেস্টে ১৩ বার পাঁচ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। এছাড়া ১১ বার ফাইফার নিয়ে এ তালিকায় চতুর্থ স্থানে আছেন লঙ্কান স্পিনার প্রবাথ জয়সুরিয়া। সবমিলিয়ে বাঁহাতি স্পিনার হিসেবে টেস্টে অভিষেক ম্যাচের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফাইফার পেয়েছেন তাইজুল ইসলাম।
সব ধরণের বোলার বিবেচনায় তাইজুলের স্থান তৃতীয়। টেস্টে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফাইফার পেয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। গেল ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই স্পিনার ৮৫ ম্যাচে ২৮ বার পাঁচ উইকেট পেয়েছেন।
অশ্বিনের পরে এ তালিকায় আছেন অজি স্পিনার নাথান লায়ন। ১০৫ ম্যাচ খেলে ১৯টি ফাইফারের মাইলফলক ছুঁয়েছেন তিনি। যেখানে মাত্র ৫৫ ম্যাচ খেলেই ১৭ বার পাঁচ উইকেট ছুঁয়েছেন তাইজুল ইসলাম। একই সময়ে মাত্র ৮ বার পাঁচ উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান।
তবে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ফাইফার এখনও সাকিবের, ১৯টি। দ্বিতীয় স্থানে আছেন ১৭টি ফাইফার পাওয়া তাইজুল। মিরাজ ৫ উইকেট পেয়েছেন ১৩ বার। এছাড়া রফিক ৭ বার এবং নাঈম হাসান ৪ বার এক ইনিংসে ৫ উইকেট পেয়েছেন। এই রেকর্ডে সাকিবকে ছাড়িয়ে যাওয়া তাইজুলের জন্য সময়ের অপেক্ষা মাত্র!
এমআই