
৩৪ ইনিংস কম খেলেই রাবাদাকে ছুঁলেন তাইজুল
খেলা ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১৮:৩৩
নিক ওয়েলচ আর শন উইলিয়ামসের জুটি দেখে শঙ্কা জেগেছিল। টেস্ট ক্রিকেটে তবে কি ইতিহাস গড়তে চলেছে জিম্বাবুয়ে! তবে প্রচণ্ড গরমে ক্র্যাম্পিং ভোগায় হঠাৎ মাঠ ছাড়েন জিম্বাবুয়ের ব্যাটার নিক ওয়েলচ। এরপরই জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপে ধসের দেখা মিলেছে।
চট্টগ্রামের ছেলে নাঈম হাসানের জোড়া উইকেটে বাংলাদেশ তখনই ম্যাচে সমতা এনেছে। তবে বাকি কাজটা করেছেন তাইজুল ইসলাম। দিনের শুরুতে ওপেনার বেন কারানের উইকেট নেওয়া তাইজুল শেষ বিকেলে তুলেছেন আরও ৪ উইকেট।
ম্যাচের ৭৯তম ওভারে দুর্দান্ত আর্ম বলে ওয়েসলি মাধেভেরেকে ফেরান তাইজুল। এরপর নতুন বল হাতে নিয়ে যেন আরও বিধ্বংসী হয়ে ওঠেছেন এ বাঁহাতি বোলার। ৮১তম ওভারের পরপর দুই বলে ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভাকেও আউট করেছেন তাইজুল।
৮৭ ওভারের শেষ বলে ইনজুরি থেকে ফেরা নিক ওয়েলচের স্টাম্পে আঘাত করেন ৩৩ বছর বয়সী এই বোলার। তাতেই টেস্ট ক্যারিয়ারের ১৬তম এবং জিম্বাবুয়ের ৫ম ফাইফারে নাম লেখান তাইজুল ইসলাম।
নতুন মাইলফলক অর্জনে রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্কের মতো বোলারদের পেছনে ফেলেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এই দুই বোলারের ফাইফারের সংখ্যা তাইজুলের চেয়েও কম। এছাড়া প্রোটিয়া তারকা কাগিসো রাবাদার চেয়ে কম ম্যাচ খেলে ১৬টি ফাইফার পেয়েছেন তাইজুল ইসলাম।
টেস্ট ক্যারিয়ারের ১১৯তম ইনিংসে ১৬টি ফাইফারের দেখা পেয়েছেন কাগিসো রাবাদা। বাংলাদেশের বিপক্ষে গেল বছর দুইবার ৫ উইকেটের দেখা পান এই বোলার। তবে রাবাদার চেয়ে ২৫ ইনিংস কম খেলে ১৬তম ফাইফারের মাইলফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম।
এমআই