Advertisement
Us Bangla Airlines
‘মুশফিককে প্রতিদিন রান করতে হবে, এমন কথা নেই’

‘মুশফিককে প্রতিদিন রান করতে হবে, এমন কথা নেই’

খেলা ডেস্ক

২৬ এপ্রিল ২০২৫, ১৭:০২

পাকিস্তানের বিপক্ষে গত বছর ১৯১ রান করেছিলেন মুশফিকুর রহিম। এরপর আর মুশির ব্যাটে রানের দেখা নেই। ভারত, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, চ্যাম্পিয়নস ট্রফি- সবখানেই রান সংকটে ভুগেছেন এই ব্যাটার। এবার জিম্বাবুয়ে সিরিজেও দেখা গেল একই দশা। দুই ইনিংস মিলিয়ে ৮ রান করেছেন এই অভিজ্ঞ ব্যাটার।

৯৫ টেস্ট খেলা মুশফিকের এমন ব্যর্থতায় বেশ ভুগছে বাংলাদেশ। দীর্ঘ ৭ বছর পর টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হার দেখেছে শান্তরা। ব্যর্থতার বেড়াজালে মুশফিকের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ হচ্ছে সবচেয়ে বেশি। তবে বাংলাদেশি তারকাকে আগলে রেখেই যুক্তি দেখালেন তরুণ সতীর্থ জাকের আলি অনিক।

মুশফিকের নিবেদন: ২ দিন আগেই যাচ্ছেন সিলেটে

জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২৮ এপ্রিল হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ) আছে দুই দল। সেখানেই আজ (শনিবার) স্বাগতিকদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাকের আলী।

মুশফিক প্রসঙ্গে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘দলে তো উনি (মুশফিক) একা খেলছেন না। উনারই যে রান করতে হবে…রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’

চলতি ২০২৪-২৫ মৌসুমে ৪টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। যেখানে ৮ ইনিংসে মাত্র ১৪.৩৭ গড়ে করেছেন ১১৫ রান। নেই কোনো ফিফটি, সর্বোচ্চ রানের ইনিংস ৩৭। ঘরের মাঠের টেস্টেও বাংলাদেশ ভালো করতে পারছে না। গত বছর ৩টি অ্যাওয়ে টেস্টে জিতলেও নিজেদের ডেরায় কোনো সাফল্য নেই। যেখানে মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের দায় কম নয়।

এমআই