Advertisement
Us Bangla Airlines
‘মুশফিককে শূন্য থেকে শুরু করতে হবে’

‘মুশফিককে শূন্য থেকে শুরু করতে হবে’

খেলা ডেস্ক

১৮ এপ্রিল ২০২৫, ১৮:২৪

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা ব্যাটার মুশফিকুর রহিম। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ব্যাট হাতে রান খরায় ভুগলেও পরিসংখ্যান মুশির পক্ষেই কথা বলবে। জিম্বাবুয়ের বিপক্ষে এই ব্যাটারের অঙ্কের হিসাব বেশ দুর্দান্ত। ক্যারিয়ারের ৩ ডাবল সেঞ্চুরির দুটোই করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। 

সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া মুশফিক শুধু টেস্ট ক্রিকেটেই খেলবেন। জিম্বাবুয়ের বিপক্ষে সাাদা পোশাকে মাঠে নামার আগে তার অতীত স্মৃতি অনুপ্রেরণা জোগাবে। তবে মুশফিককে শূন্য থেকেই এই সিরিজ শুরু করতে হবে বলে মনে করিয়ে দিয়েছেন টাইগার কোচ ফিল সিমন্স।

মুশফিকের নিবেদন: ২ দিন আগেই যাচ্ছেন সিলেটে

সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ মাঠে নামার আগে আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলে টাইগারদের হেড কোচ। মুশফিক প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (মুশফিক) বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে। মাহমুদউল্লাহ ও তার কাছে বাংলাদেশ ক্রিকেটের অনেক ঋণ, বিশেষত গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে তারা যা দিয়েছে। আপনার প্রশ্নের উত্তরে বলতে হয়, সে সর্বোচ্চ পেশাদার।’

মুশফিকের ব্যাটে রান খরার বিষয়টি আমলে নিয়ে সিমন্স বলেন, ‘আমি জানি, মুশফিক এখন রান করতে চায়। সে ভালো করতে চায়, কঠোর পরিশ্রম করছে রান করাটা নিশ্চিত করতে। জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর অসাধারণ রেকর্ড আছে। কিন্তু এখন শূন্য থেকে শুরু করতে হবে।’

সাধারণত বিদেশি দলগুলোর বিপক্ষে স্পিন সহায়ক উইকেট করে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে বিসিবি। দেশের মাটিতে বছরের প্রথম সিরিজে ভালো উইকেটে খেলতে চান বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে, প্রপার উইকেট প্রস্তুত করার। আমরা একটা নির্দিষ্ট ওয়েতে খেলি, এ জন্য আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন উইকেট তৈরির দরকার নেই। প্রপার উইকেট বানিয়ে টেস্ট ম্যাচ জেতার চেষ্টা করব। স্পিন উইকেট বা পেস উইকেট তৈরির দরকার নেই। আমরা উইকেট দেখেছি আজ, উইকেট শক্ত, ভালো মনে হচ্ছে; আমাদের দেখতে হবে কাল সকালে কেমন হয়।’

এমআই