
সেই ‘ভাঙা পাঁজর’ আর ‘পেইন কিলার’ শব্দে মুশফিক পত্নীর শুভেচ্ছা
খেলা ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ১৭:৫১
বাংলাদেশের ক্রিকেটে ব্যাট হাতে স্মরণীয় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। তর্কসাপেক্ষে মুশফিককে দেশের ক্রিকেটের সেরা ব্যাটার বলা হয়। এমন তকমা পাওয়ার প্রমাণ দেবে মুশফিকের নামের সঙ্গে জড়িয়ে থাকা রেকর্ড আর পরিসংখ্যান। তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দেশসেরা ব্যাটারও ভুগেছেন রান খরায়। তাতে পুরো ক্রীড়াঙ্গন মেতেছিল মুশফিকের সমালোচনায়।
দেশের ক্রিকেটে সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে মুশফিকের নাম রয়েছে। সবার আগে প্র্যাকটিসে আসা, ঐচ্ছিক অনুশীলনে সবচেয়ে বেশি সময় ব্যয় করার রেকর্ড রয়েছে তাঁর। ক্রিকেটের প্রতি নিবেদন নিয়ে নিয়মিত প্রশংসা কুড়ানো মুশফিক সমালোচনা ব্যাপারটি হয়তো সহজে হজম করতে পারতেন না। যার ফলে একবার সমালোচকদের আয়নায় মুখ দেখার কথা বলে এখনো কটাক্ষের শিকার হচ্ছেন তিনি।
মুশফিকের সঙ্গে আত্মীয়ের সর্ম্পক মাহমুদউল্লাহ রিয়াদের। দেশের ক্রিকেটে তাঁর অবদানও কোনো অংশে কম নয়। কিন্তু সমালোচনা প্রসঙ্গে পেইন কিলার খেয়ে মাঠে নামার গল্প শুনিয়েছিলেন রিয়াদ। এরপর বাজে ফর্মে ভুগলেই ‘পেইন কিলার’ নিয়ে ট্রলের শিকার হন মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি এই দুই ক্রিকেটারের সমালোচনা করলে তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ানো সহধর্মিণীরাও ভাঙা পাঁজর আর পেইন কিলার খেয়ে মাঠে নামার অবদান স্মরণ করিয়ে দিতেন।
ওয়ানডে ফরম্যাটে লম্বা সময় ধরে অফফর্মে ভুগছেন মুশফিকুর রহিম। গতকাল রাতে এক প্রকার অভিমান করেই ৫০ ওভারের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি। মুশফিকের এমন সিদ্ধান্ত যে হুট করে আসা, তা ফেসবুকে লেখা তার স্ট্যাটাস থেকেই অনুমান করা যায়। ফেসবুকে মুশফিক লিখেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’
মুশফিকের বিদায়ে তার সতীর্থরা আবেগঘন পোস্ট দিয়েছেন, করেছেন স্মৃতিচারণ। তবে আত্মীয় সম্পর্কের মাহমুদউল্লাহ রিয়াদ উল্লেখ করেছেন ভাঙা পাঁজরের কথা। এবার একই শব্দে মুশফিককে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি। পাশাপাশি পেইন কিলারকে মাঠে নামার কথা যেন পুনরায় স্মরণ করিয়ে দিলেন তিনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ফেসবুকে দেয়া এক পোস্টে মন্ডি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অন্ত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিআই ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম!তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ।’
Alhumdulillah with great satisfaction we proudly wish you a happy retirement from ODI my dear
মুশফিকের নিবেদন নিয়ে প্রথাগত শব্দ উচ্চারণ করে তিনি বলেন, ‘নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছো।’
ক্রিকেট নিয়ে মুশফিকের ধর্মভীরুতা কথা উল্লেখ করে মন্ডি লিখেন, ‘এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ...তুমি একজন পারিবারিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক।’
এমআই