Advertisement
Us Bangla Airlines
জুলিয়ান উডের পর টাইগার শিবিরে নতুন মুখ

জুলিয়ান উডের পর টাইগার শিবিরে নতুন মুখ

খেলা ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ১৬:৩৮

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৮ দিনের স্বল্পমেয়াদি দায়িত্বে লিটন-মিরাজদের পাওয়ার হিটিং প্রশিক্ষণ দেবেন কোচ জুলিয়ান উড। তবে ইংলিশ কোচ ছাড়াও বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন ডেভিড স্কট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, স্কটের সঙ্গে এক বছরের জন্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে। যদিও তার বাংলাদেশে আসার নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি, তবে আগামী মাসে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন, এমনটাই প্রায় নিশ্চিত।

এর আগে ২০০৩ সালের বিশ্বকাপের আগে প্রথমবার অস্ট্রেলিয়া থেকে মনোবিদ এনেছিল বিসিবি। এরপর বিভিন্ন সময়ে দেশি ও বিদেশি মনোবিদরা জাতীয় দলের সঙ্গে কাজ করলেও, অধিকাংশই ছিলেন স্বল্পমেয়াদি ভিত্তিতে। এবারই প্রথম দীর্ঘমেয়াদি ভিত্তিতে একজন মনোবিদের সঙ্গে চুক্তির উদ্যোগ নিচ্ছে বোর্ড।

সম্প্রতি ডেভিড স্কট বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে কাজ করেছেন, সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পরই তাকে জাতীয় দলে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, স্কটের কাজ হবে খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি উন্নত করা ও মাঠে ও মাঠের বাইরে খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করা। 

তিনি বলেন, ‘মনোবিদ প্রতিটি ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে কাজ করবেন। ম্যাচ ও অনুশীলনে পর্যবেক্ষণ করবেন এবং সেই অনুযায়ী মানসিক উন্নয়নমূলক পরামর্শ দেবেন।’

এ বিষয়ে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশারও দীর্ঘমেয়াদি মনোবিদ নিয়োগের পক্ষে মত দিয়েছেন। তার ভাষ্যে, ‘মনোবিদ স্বল্প সময়ে ভালো কিছু শেখান, কিন্তু তারা চলে যাওয়ার পর সেটি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই মনোবিদ যদি নিযুক্ত করা হয়, তাহলে তাকে দীর্ঘ সময়ের জন্য রাখা উচিত।’

এমআই