
চিটাগং কিংস থেকে ৪৬ কোটি টাকা চেয়ে বিসিবির আইনি নোটিশ
খেলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ২১:৪০
বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের কাছে প্রায় ৩৭ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ কোটি টাকা) পাওনার দাবি করেছে বিসিবি। এ জন্য গত ২২ জুলাই প্রতিষ্ঠানটির মালিক এস কিউ স্পোর্টসকে আইনি নোটিশ পাঠানো হয়।
চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী এই দাবি অস্বীকার করে এটিকে ভিত্তিহীন বলেছেন। তার পাল্টা যুক্তি, বিসিবির সঙ্গে তাঁর চুক্তির কপি তিনি পাননি এবং যেহেতু বিষয়টি কোর্টে আছে, তাই আইনি নোটিশ অবৈধ।
বিসিবির দাবি, ফ্র্যাঞ্চাইজিটি বারবার শর্ত ভঙ্গ করেছে এবং একাধিকবার নোটিশ দিয়েও কোনো সাড়া পায়নি। এমনকি, সমঝোতা অনুযায়ী নির্ধারিত সাড়ে ৩ কোটি টাকাও পরিশোধ করেনি তারা।
বিসিবি জানিয়েছে, খেলোয়াড়, কোচ, হোটেল ও অন্যান্য খরচ মিলিয়ে আরও ৭০–৮০ লাখ টাকা বকেয়া রয়েছে এস কিউ স্পোর্টসের। ফলে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের সঙ্গে আর কোনো চুক্তি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা যায়, সঙ্গে সুদে–আসলে বকেয়া হালনাগাদ করে তাদের কাছে মোট ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ মার্কিন ডলারের দাবিও জানায় বিসিবি। এতে যোগ হয়েছে বিপিএলের প্রথম ও দ্বিতীয় আসরের বকেয়া অর্থের সুদ। চিটাগং কিংসের কাছ থেকে পাওনা আদায়ের জন্য বিসিবি সব ধরনের আইনি পদক্ষেপ অনুসরণ করছে।
এমআই