
বিসিবির পাওনা ৪৬ কোটি টাকা নিয়ে মুখ খুললেন সামির কাদের
খেলা ডেস্ক
১১ আগস্ট ২০২৫, ২০:১০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম আলোচিত দল চিটাগং কিংস। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৪৬ কোটি টাকা পাওনার দাবি তুলে আইনি নোটিশ পাঠিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির কর্ণধার সামির কাদের।
সামির জানান, আজ (সোমবার) বিসিবির কয়েকজন বোর্ড পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আলোচনায় বসার আশ্বাস দিয়েছেন। সামির বলেন, ‘আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড পরিচালকের। উনারা আমাকে নিশ্চিত করেছেন, খুব শিগগিরই বিষয়টি নিয়ে বসে সমাধান করবেন।’
তিনি বিসিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এতদিন পর তারা নিজে থেকে আলোচনায় বসতে চাইছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।’
এদিকে বিসিবির পাওনা ৪৬ কোটি টাকার অঙ্কটি কোথা থেকে এসেছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সামির কাদের। তিনি বলেন, ‘এই ফিগারটা কোথা থেকে এসেছে, না বিসিবির কাছে কোনো জবাব আছে, না আমার কাছে। অথচ বাজারে ঘুরছে ৪৬ কোটি টাকা। বিসিবিকেও এটা জিজ্ঞেস করলে কোনো উত্তর নেই।’
তিনি দাবি করেন, বহুবার বিসিবিকে বিষয়টি জানালেও তারা সচেতন ছিল না। ‘আমি বহুবার জানিয়েছি, কিন্তু তারা বিষয়টি জানতই না। অজান্তেই আমাকে ৪৬ কোটি টাকার নোটিশ দিয়েছে। আমি নোটিশটা পেয়েছি প্রায় মাসখানেক হয়েছে।’
এমআই