
‘ভালো না করলে কেউ গুরুত্ব দেয় না’— কেন বললেন টাইগার ক্রিকেটার?
খেলা ডেস্ক
০৫ আগস্ট ২০২৫, ১৩:২৯
চলতি মাসেই অস্ট্রেলিয়ায় শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, যেখানে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নতুন টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ডাক পেয়েছেন সাবেক যুবা এশিয়া কাপজয়ী অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের গেল আসরেও অংশ নিয়েছিল বাংলাদেশ। সেখানে এইচপি (হাই পারফরম্যান্স) ইউনিটের হয়ে খেলেছিলেন রাব্বি। এবার প্রথমবারের মতো ‘এ’ দলের হয়ে বিদেশ সফরের সুযোগ পেলেন তিনি। আগামী ৭ ও ৮ আগস্ট, দুই ভাগে ভাগ হয়ে দল ঢাকা ছাড়বে।
অস্ট্রেলিয়া সফরকে নিজের জন্য ‘বড় সুযোগ’ হিসেবে দেখছেন রাব্বি। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমবারের মতো অনেক জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে বিদেশ সফরে যেতে পারছি। লক্ষ্য থাকবে অবশ্যই বড় কিছু করার। ভালো না করলে কেউ গুরুত্ব দিতে চায় না। আমি ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই।’
অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা কঠিন হলেও, সেই চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামতে মুখিয়ে রাব্বি। বলছিলেন, ‘হ্যাঁ, এটা অবশ্যই বড় একটা সুযোগ। এশিয়ার বাইরে, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে খেলতে পারা অনেক বড় অভিজ্ঞতা। এটা ভবিষ্যতে আমার ক্যারিয়ারে কাজে দেবে।’
উইকেটের চ্যালেঞ্জ নিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের এখানকার উইকেট আর অস্ট্রেলিয়ার উইকেটের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। বিশেষ করে স্পিনারদের জন্য। তাই এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’
চ্যালেঞ্জ থাকলেও তা নিয়ে ভীত নন রাব্বি। এই অলরাউন্ডার বলেন, ‘সব জায়গাতেই চ্যালেঞ্জ আছে। অনূর্ধ্ব–১৯ দলে খেলার সময়ও সেটা ছিল। আমি আমার প্রসেস অনুযায়ী এগোতে চাই। চাপ নিচ্ছি না। আমি যা অনুশীলনে করেছি, সেই স্কিলগুলো কাজে লাগাতেই চাই।’
জাতীয় দলের রাডারে থাকতে হলে ‘এ’ দলে পারফর্ম করাই মূল লক্ষ্য— সেটা ভালো করেই জানেন মাহফুজুর রহমান রাব্বি। অন্যদিকে, সাকিবের অনুপস্থিতিতে জাতীয় দলও হন্য হয়ে একজন অলরাউন্ডারের খোঁজ করছে। ফলে জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে রাব্বিকে শুধু পারফর্ম করতে হবে।
এমআই