Advertisement
Us Bangla Airlines
আকবরদের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান

আকবরদের বিপক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান

খেলা ডেস্ক

১২ জুলাই ২০২৫, ১৩:০৯

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান থেকে অংশগ্রহণ করবে ‘এ’ দল খ্যাত পাকিস্তান শাহিনস। অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্ব দেবেন পাকিস্তান জাতীয় দলে খেলা মিডল-অর্ডার ব্যাটার মোহাম্মদ ইরফান খান।

আগামী ১৪ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে নিজেদের মিশন শুরু করবে পাকিস্তান শাহিনস। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ এইচপি দলের মুখোমুখি হবেন তারা। নতুন এই টুর্নামেন্টের জন্য জাতীয় দলে খেলা একাধিক ক্রিকেটারকে দলে নিয়ে স্কোয়াড সাজিয়েছে পাকিস্তান।

অস্ট্রেলিয়ায় উদ্বোধনী ম্যাচেই খেলবে বাংলাদেশ, সূচি প্রকাশ

দলটির নেতৃত্ব পাওয়া ইরফান খান জাতীয় দলের জার্সিতে ইতোমধ্যে ৯টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি টি-টোয়েন্টি খেলা আবদুল সামাদ, তিনটি ওয়ানডে খেলা ফয়সাল আকরাম, দুটি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলা হায়দার আলি এবং একটি টি-টোয়েন্টি খেলা মুবাসির খান রয়েছেন এই দলে।

এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ডাক পাওয়া দুই পেসার আহমেদ দানিয়াল ও মোহাম্মদ সালমান মির্জাও পাকিস্তান শাহিনসের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

এদিকে অজিদের মাটিতে হওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ এইচপি দল। নতুন টুর্নামেন্ট নিয়ে বিসিবি স্কোয়াড ঘোষণা না করলেও এর খসড়া মোটামুটি চূড়ান্ত করে রেখেছে বিসিবি। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে স্কোয়াডে রেখে মোট ১৬ সদস্যের দল দেবে বাংলাদেশ।

আগামী ১৪ আগস্ট ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে, যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের মাধ্যমে ২৪ আগস্ট পর্দা টানবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টটির গত আসরে ফাইনাল খেলেছিল বাংলাদেশ এইচপি দল।

একনজরে পাকিস্তান শাহিনের স্কোয়াড

মোহাম্মদ ইরফান খান (অধিনায়ক), আবদুল সামাদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হায়দার আলি, মাআজ সাদাকাত, মেহরান মুমতাজ, খাজা মোহাম্মদ নাফে (উইকেটকিপার), মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), মুবাসির খান, সাদ মাসুদ, মোহাম্মদ সালমান মির্জা, শহীদ আজিজ, উবায়েদ শাহ ও ইয়াসির খান।

এমআই