Advertisement
Us Bangla Airlines
অনুশীলনের ব্যস্ত সূচিতে যোগ দিচ্ছেন আকবর আলীরা

অনুশীলনের ব্যস্ত সূচিতে যোগ দিচ্ছেন আকবর আলীরা

খেলা ডেস্ক

১০ জুন ২০২৫, ১৬:২১

আট বছর পর চলতি মাসে পূর্ণাঙ্গ সফরে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। লঙ্কা সফরকে ঘিরে ইতোমধ্যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছে মুশফিক-মুমিনুলরা। শ্রীলঙ্কায় বাংলাদেশ দল পাড়ি জমালেই মিরপুরের দখল নিবে জাতীয় নারী দল।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে আগেভাগে প্রস্তুতি শুরু করছে জ্যোতিরা। ফলে ঈদের ছুটি শেষেই মিরপুরে নিজেদের দক্ষতা-দুর্বলতা ঝালাইয়ের কাজ সারবে তারা। মিরপুরে জ্যোতিদের ব্যস্ত থাকার সময়ে সিলেটে অনুশীলন করবে বাংলাদেশ পুরুষ অনুর্ধ্ব-১৯ দল।

আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে জাওয়াদ-তামিমরা। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রোটিয়া সফরে যাওয়ার আগে সিলেটে অনুশীলন সারবে অনুর্ধ্ব-১৯ দল।

অনুশীলনের ব্যস্ত সূচিতে এবার যোগ দিচ্ছে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে এইচপি দল গঠন করা হয়। গেল মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ এইচপি টিম।

ওয়ানডে ফরম্যাটে এই দলের নেতৃত্বে ছিলেন আকবর আলী এবং টেস্টে শাহাদাত হোসেন দিপু। এবার অবশ্য খেলা ছাড়াই অনুশীলন করবে বাংলাদেশ এইচপি দল। আগামী ১২ তারিখ রিপোর্টিং করার কথা রয়েছে ক্রিকেটারদের। এরপর কয়েকদিন ধরে চলবে স্ক্রিন টেস্ট।

পরবর্তীতে ১৬ তারিখ থেকে চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্যাম্প। যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। এরপর রাজশাহীতে আবার অনুশীলন ক্যাম্প করার কথা রয়েছো। জানা গেছে এবারের অনুশীলন ক্যাম্পে থাকতে পারে ২৮ সদস্যের দল।

এমআই