
নাহিদদের গুরু হলেন টেইট, এক নজরে তাঁর কোচিং ক্যারিয়ার
খেলা ডেস্ক
১২ মে ২০২৫, ১৮:৫৭
বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের কার্যক্রমে খুশি হতে পারেনি বিসিবি। তাতে মেয়াদ শেষ হওয়ার আগেই এই কিউই কোচকে বিদায় করেছে ফারুক আহমেদের বোর্ড। এর মাঝেই জানা গিয়েছিল, নতুন ফাস্ট বোলিং কোচ খুঁজছে বাংলাদেশ। শর্ট লিস্টে ছিল- পাকিস্তানের উমর গুল ও অস্ট্রেলিয়ার শন টেইটের নাম।
উমর গুলের সঙ্গে কথাবার্তা বেশ এগিয়ে গেলেও শেষ পর্যন্ত নিয়োগ পেয়েছেন শন টেইট। সোমবার (১২ মে) অস্ট্রেলিয়ান গতি তারকাকে নিয়োগ দিয়ে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বলা হয়, ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত টাইগারদের সঙ্গে কাজ করবেন কাজ করবেন শন টেইট।
বাংলাদেশের সঙ্গে চুক্তি করে টেইট বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার এটা ভালো সময়, কিছুটা নতুন যুগ। এটা প্রায়ই বলা হয়, পেসারদের মেধা আছে, এটা ভালো দিক। আন্তর্জাতিক ক্রিকেটে মেধা থেকে ফল বের করে আনার চেষ্টা করা হয়, জয়ের দিকে ফোকাস করা হয়। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত।’
শন টেইটের কোচিং ক্যারিয়ার
আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের সঙ্গে বোলিং কোচ হিসেবে কাজ করেছেন শন টেইট। ২০২১ সালের আগস্টে আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান এই অস্ট্রেলিয়ান। তবে একই বছরের ডিসেম্বরে সেই পদ থেকে পদত্যাগ করেন টেইট।
২০২২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান জাতীয় দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন শন টেইট। এই সময়কালে তিনি পাকিস্তানের তরুণ পেস বোলারদের উন্নয়নে কাজ করেন। তবে, ১২ মাসের নিয়োগ পাওয়া সেই চুক্তি আর নবায়ন না হওয়ায় পাকিস্তান কোচিং স্টাফ থেকে সরে যান তিনি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি লিগে শন টেইট
জাতীয় দল ছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগে বেশ কিছু দলের হয়ে কোচিং করিয়েছেন শন টেইট। ২০২৩ সালে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান তিনি। চলতি বছরে পিএসএলে করাচি কিংসের হয়ে বোলিং কোচের দায়িত্ব পালন করছেন সাবেক অজি ক্রিকেটার।
বিপিএলেও একাধিকবার কোচ হিসেবে দায়িত্ব সামলিয়েছেন শন টেইট। ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। বিপিএলের সবশেষ আসরে চট্টগ্রাম কিংস দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান শন টেইট। বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতাই তাকে টাইগার দলের কোচ হতে সহায়তা করেছে।
এছাড়া বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডস, আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্স ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে ডারহাম দলের হয়ে কোচিং করিয়েছেন শন টেইট। খেলোয়াড়ি জীবনে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলা শন টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন।
এমআই