
‘বিদেশে দুর্বল হলেও ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ’
খেলা ডেস্ক
১১ জুলাই ২০২৫, ২১:৩১
সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। ব্যাটে-বলে কোথাও তাল মেলাতে পারছে না টাইগাররা। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়নস ট্রফিতে পরাজয়, ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার, আমিরাত-পাকিস্তানের বিপক্ষে পরাজয়। শ্রীলঙ্কার মাটিতে দুই সিরিজ হারের পর ধবলধোলাই হওয়ার অপেক্ষা।
প্রতিপক্ষ হিসেবে এমন বাংলাদেশকে দুর্বল মনে হতে পারে যেকোনো দলের। তবে বিদেশের মাটিতে টাইগারদের এমন পরাজয়কে আমলে নিচ্ছেন না পাকিস্তানের কোচ মাইক হেসন। বরং দেশের মাটিতে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে সতর্ক হচ্ছেন এই কোচ।
হেসন বলেন, ‘মিরপুরে বাংলাদেশের বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং। বল টার্ন করে, উইকেট মন্থর, আর্দ্রতাও বেশি থাকে। তাই আমরা ঠিক তেমন পরিবেশেই অনুশীলন করছি। বাংলাদেশ দেশের বাইরে যতটা না, দেশের মাটিতে অনেক বেশি ভালো দল। তাই আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’
চলতি মাসেই ঢাকায় পা রাখছে পাকিস্তান। চোটের কারণে পাকিস্তানের স্কোয়াডে নেই হারিস রউফ ও শাদাব খানদের মতো তারকারা। তবে এসব বাদেও দল গঠনে আশাবাদী হেসন। পাকিস্তানি গণমাধ্যমে তিনি বলেন,‘আমরা কয়েকটি জায়গায় উন্নতি করতে পারলেই বাবর-শাহীনদের ফেরানো হতে পারে টি-টোয়েন্টি দলে।’
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই এই ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সন্ধ্যা ৬টায় সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
এমআই