Advertisement
Us Bangla Airlines
সাকিব-মালিঙ্গাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাসকিন

সাকিব-মালিঙ্গাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাসকিন

খেলা ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ১৮:৪১

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থতার বোতলে বন্দী ছিল বাংলাদেশ। গতকাল ২-১ ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজ শেষ করেছে টাইগাররা। ৫০ ওভারের ক্রিকেট শেষে এবার কুড়ি ওভারের প্রতিযোগিতায় নাম লেখানোর পালা। আগামীকাল লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই ম্যাচ শুরু হবে। নতুন সিরিজকে ঘিরে ইতোমধ্যে দুই দলই স্কোয়াড ঘোষণা করছে। তাসকিন-মোস্তাফিজসহ বাংলাদেশের একাদশে রয়েছেন ৫ পেসার। স্পিন বিভাগে আছেন মেহেদী, নাসুম ও রিশাদ হোসেন।

কিপটেমিতে সবাইকে ছাড়ালেন তাসকিন আহমেদ

শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং ইউনিটের প্রত্যেকেরই খেলার সুযোগ হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন পেসার মোস্তাফিজুর রহমান। লঙ্কানদের বিপক্ষে ১৩ ম্যাচে ২৪ গড়ে ১৭ উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। তাতে দুই দলের মুখোমুখি ম্যাচে সর্বোচ্চ উইকেটশিকারির খাতায় নাম লিখিয়েছেন তিনি।

মোস্তাফিজের পরেই এ তালিকায় আছেন সাকিব আল হাসান। ১০ ম্যাচে ১২ উইকেট শিকারের রেকর্ড রয়েছে তার। তারপরেই আছেন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। ৬ ম্যাচে ১৪ গড়ে ১১ উইকেট নিয়েছেন এই পেসার। মালিঙ্গার পরেই রয়েছেন টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ।

টেস্ট দলে নেই তাসকিন, সাদা বলে ফিরবেন তো?

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ঢাকা এক্সপ্রেস। সব ঠিক থাকলে লঙ্কানদের বিপক্ষে কুড়ি ওভারের একাদশে থাকবেন তাসকিন আহমেদ। তাতে তিন ম্যাচে অন্তত তিনটি উইকেট শিকার করলে সাকিব আল হাসানকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে জায়গা নিবেন ৩০ বছর বয়সী এই পেসার।

লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে দুইটি উইকেট পেলেও মালিঙ্গাকে ছাড়াবেন তাসকিন। তবে মোস্তাফিজকে ছাড়িয়ে শীর্ষে ওঠতে বেশ কাঠখড় পোড়াতে হবে এই পেসারকে। অসম্ভব না হলেও কাটার মাস্টারকে ছাড়াতে সব ম্যাচেই একাধিক উইকেট শিকার করতে হবে।

এমআই