Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজ-মাশরাফিকে ছাড়িয়ে সবার ওপরে তাসকিন

মোস্তাফিজ-মাশরাফিকে ছাড়িয়ে সবার ওপরে তাসকিন

খেলা ডেস্ক

০৮ জুলাই ২০২৫, ১৮:৫৮

তাসকিন না মোস্তাফিজ— মাশরাফিকে কে আগে ছাড়িয়ে যাবেন? সিরিজ শুরুর আগে এমন প্রশ্নই উদ্রেক হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিন-মোস্তাফিজের উইকেটের ব্যবধান ছিল মাত্র একটি। তবে তাসকিনের তুলনায় এগিয়ে ছিলেন মোস্তাফিজ। সিরিজের প্রথম ম্যাচে ফিজকে ছাড়িয়ে শেষ ম্যাচে মাশরাফিকে ছাড়ালানে তাসকিন।

২০২০ সালে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মাশরাফি বিন মুর্তাজা। আনুষ্ঠানিক অবসরের ঘোষণা না দিলেও ম্যাশের ক্যারিয়ার সেখানেই থেমেছিল। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ ম্যাচে ২৬ উইকেট শিকার করেছিলেন তিনি। বাংলাদেশের হয়ে এতদিন এটাই ছিল সর্বোচ্চ।

মাশরাফির পরেই এই তালিকায় ছিলেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি। যেখানে তাসকিন নিয়েছিলেন ২২ উইকেট।

শ্রীলঙ্কার সিরিজের প্রথম ম্যাচে ৪ ব্যাটারকে আউট করেন তাসকিন। তাতে মোস্তাফিজকে ছাড়িয়ে মাশরাফির সঙ্গে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় নাম লেখান এই পেসার। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে ছিলেন ঢাকা এক্সপ্রেস। তবে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার ২ উইকেট তুলে মাশরাফিকে ছাড়ান তাসকিন আহমেদ।

ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে ২৮টি উইকেট শিকার করেছেন টাইগার স্পিডস্টার। এরপরেই ২৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মাশরাফি বিন মুর্তাজা। ২৪ উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় মোস্তাফিজুর রহমান।

অধিনায়ক হিসেবে মিরাজেরও রেকর্ডে নাম লেখানোর সুযোগ ছিল। সেক্ষেত্রে তিন ম্যাচে ৭ উইকেট শিকার করতে হতো মিরাজকে। কিন্তু তিন ম্যাচে তিন উইকেট নিয়েই সিরিজ শেষ করেছেন টাইগার অধিনায়ক।

এমআই