
মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় তাসকিন-মোস্তাফিজ
খেলা ডেস্ক
০২ জুলাই ২০২৫, ১৪:৪৮
হাতে গোনা কয়েক মিনিট বাকি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় এই ম্যাচ শুরু হবে। মিরাজের নেতৃত্বে ১৬ সদস্যের স্কোয়াড থেকে ১১ জন নিয়ে একাদশ সাজাবে লাল-সবুজের দল।
বাংলাদেশের একাদশে অবধারিত নাম মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে ইতোমধ্যে ১৪ ম্যাচে ২৩ উইকেট নিয়েছেন তিনি। তিন ম্যাচের ওয়ানডেতে আর চারটি উইকেট শিকার করতে পারলেই মাশরাফিকে ছাড়াবেন মোস্তাফিজ। লঙ্কানদের বিপক্ষে ২৬ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন মাশরাফি।
মোস্তাফিজের পাশাপাশি এই দৌড়ে আছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ ম্যাচে ২২ উইকেট শিকার করছেন তাসকিন আহমেদ। চলতি সিরিজে মাত্র ৫ উইকেট শিকার করতে পারলে নিজের আইডলকে টপকাতে পারবেন তাসকিন আহমেদ।
অধিনায়ক হিসেবে মিরাজেরও রেকর্ডে নাম লেখানোর সুযোগ থাকছে। নেতৃত্বের কারণে মিরাজের তিন ম্যাচে খেলা মোটামুটি নিশ্চিত। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট পেলে মাশরাফিকে ছাড়িয়ে পারেন মিরাজও। দেখার পালা, মাঠে কোনো বোলার কতটা কার্যকরী হয়ে ওঠেন।
এমআই