
বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং প্রস্তুতি, মোস্তাফিজকে ঘিরে আলাদা ছক!
খেলা ডেস্ক
০১ জুলাই ২০২৫, ২০:৫০
লাল বলের লড়াই শেষে এবার রঙিন পোশাকে মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগামীকাল বিকাল তিনটায় কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। মূল লড়াইয়ের আগে বাংলাদেশকে নিয়ে সতর্ক বার্তা শুনিয়ে গেলেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে লঙ্কানরা লড়াই করলেও বাংলাদেশের সঙ্গে জিততে পারেনি। বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজের হারকে এখনো মাথায় রাখছেন লঙ্কান অধিনায়ক। ফর্মে না থাকা টাইগারদের বেশ সমীহের চোখে দেখছেন তিনি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আজ আসালাঙ্কা বলেছেন, ‘(বাংলাদেশ ফর্মে না থাকায় সিরিজ সহজ হবে কিনা) না না। আমি এরকমটা মনে করি না। আগে যা বললাম, প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ অনেক টাফ দল, তারাও অনেক ভালো ক্রিকেট খেলছে।’
গেল বছরের ওয়ানডে সিরিজের কথা মনে করিয়ে দিয়ে আসালাঙ্কা বলেন, ‘সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশে তারা আমাদের বিপক্ষে জিতেছে। ফলে এবার হোম সিরিজে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য।’
বাংলাদেশের পেস ইউনিটের বড় অস্ত্র মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘প্রথমত, মোস্তাফিজ একজন গ্রেট বোলার। সে অতীতে নিজেকে প্রমাণ করেছে, বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমাদের তাকে নিয়ে পরিষ্কার প্ল্যান আছে। কারণ আমরা জানি সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’
এদিকে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মিরাজ প্রসঙ্গে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে আমি এটার উত্তর দিতে পারছি না (মিরাজ কেমন অধিনায়ক)। প্লেয়ার হিসেবে বলতে পারি, তিনি দারুণ একজন অলরাউন্ডার। ভালো বোলার, ভালো ব্যাটার। এর বাইরে তার অধিনায়কত্ব নিয়ে আমি কিছু জানি না।’
বাংলাদেশ-শ্রীলঙ্কার উত্তপ্ত লড়াই প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, ‘অবশ্যই (এক্সাইটিং সিরিজ আশা করছি)। আমরা বেশ ভালো বন্ধু। খেলার মধ্যে রাইভালরি মনে হয় আরকি। এটাই সবাই আশা করে। এমন উত্তাপ, এমন লড়াই; এমন ম্যাচ এগুলো দর্শকরা প্রত্যাশা করে। দিনশেষে আমরা ভালো বন্ধু।’
এমআই