
শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ জিতলেই সুখবর পাবে বাংলাদেশ!
খেলা ডেস্ক
০১ জুলাই ২০২৫, ১৫:৫৬
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। এই সিরিজ দিয়েই ওয়ানডেতে প্রথমবার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মিরাজ। পাশাপাশি কোনো সিনিয়র ক্রিকেটার ছাড়াই লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে সফরকারীরা।
ওয়ানডে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন এই ক্রিকেটার। একই সময়ে ওয়ানডে ছেড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুই সিনিয়রের বিদায়ের আগ থেকেই বাংলাদেশ দল সাম্প্রতিক ওয়ানডে ম্যাচগুলোতে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে।
ওয়ানডে ফরম্যাটে সবশেষ খেলা চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। সেই সিরিজের আগে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল শান্ত-মিরাজরা।
পরাজয়ের বৃত্তে আটকে যাওয়া বাংলাদেশের ইতোমধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। এককালে ৬-৭ অবস্থান করা বাংলাদেশ এখন ওয়ানডে র্যাঙ্কিংয়ের তলানিতে (১০ম) অবস্থান করছে। যেখানে ঘরের মাটিতে ভারত-অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া শ্রীলঙ্কার অবস্থান চতুর্থ।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তুলনায় ৬ ধাপ এগিয়ে থাকা লঙ্কানদের বিপক্ষেই এবার ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের এই প্রতিযোগিতায় শ্রীলঙ্কাকে একটি ম্যাচে হারাতে পারলে সুখবর পাবে টাইগাররা। তাতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। আইসিসির টিম র্যাঙ্কিং প্রেডিকটর থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে দশম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৫, যেখানে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৭। শ্রীলঙ্কাকে একটি ম্যাচে হারাতে পারলে বাংলাদেশও ৭৭ পয়েন্টে পৌঁছে যাবে এবং র্যাঙ্কিংয়ে নবমস্থানে উঠে আসবে। তবে সিরিজ জয় বা হোয়াইটওয়াশ করলে রেটিং বাড়বে আরও, যদিও অবস্থান বদলাবে না। কারণ অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।
এমআই