Advertisement
Us Bangla Airlines
ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের সেরা দশে ভারতের রাজত্ব

ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ের সেরা দশে ভারতের রাজত্ব

খেলা ডেস্ক

১২ মার্চ ২০২৫, ১৮:৫৭

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের দুশ্চিন্তার কারণ ছিল টপ অর্ডারের ব্যর্থতা। রোহিত-কোহলিরা কোনো টুর্নামেন্টেই যেন রানের দেখা পাচ্ছিলেন না। ঘরোয়া টুর্নামেন্টে এক যুগ পর খেলতে নেমেও ব্যর্থ হয়েছিলেন এই দুই তারকা। তবে ইংল্যান্ড সিরিজ দিয়ে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন রোহিত শর্মা।

ইংলিশদের সঙ্গে লম্বা সময় পর শতকের দেখা পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক। তবে বাকি দুই ম্যাচে আউট হয়েছেন ১ এবং ২ রানে। বিরাট কোহলি সিরিজের শেষ ওয়ানডেতে ফিফটি পেলেও তার আগের ম্যাচে করেছিলেন মাত্র ৫ রান। কথায় আছে, তারকারা বড় মঞ্চ পেলেই জ্বলে ওঠেন। চ্যাম্পিয়নস ট্রফিতে সেটাই করে দেখিয়েছেন কোহলি-রোহিত।

ফাইনালে খেলতে নেমেই কোহলির ৫৫০, রোহিতের ৪৯৯!

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে শতক হাঁকিয়ে বসেন বিরাট কোহলি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে ৮৪ রান করেন এই ক্রিকেটার। রোহিত শর্মা চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেকে হারিয়ে খুঁজছিলেন। তবে ফাইনাল ম্যাচে এসে পেয়েছিলেন কাঙ্ক্ষিত অর্ধশতকের দেখা। রোহিতের দ্রুত ফিফটিতে ম্যাচের মোড় ঘুরে যায়।

ফাইনাল ম্যাচে দারুণ ইনিংস খেলায় ম্যাচ সেরা পুরস্কার পেয়েছিলেন ভারতীয় কাপ্তান। এবার আইসিসি থেকেও পুরস্কার পেলেন রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটের ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে জায়গা নিয়েছেন এই বিধ্বংসী ওপেনার। রোহিতকে জায়গা দিতে এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে আছেন বিরাট কোহলি।

বোলিংয়ে সুবিধা পেতে যে নিয়ম পাল্টানোর দাবি ভারতীয় ক্রিকেটারের

র‌্যাংকিংয়ে সেরা জায়গাটা অবশ্য ধরে রেখেছেন শুভমান গিল। ফর্মের তুঙ্গে থাকা এই ওপেনার চলতি বছরে ওয়ানডে ক্রিকেটে দুই শতকের সঙ্গে হাঁকিয়েছেন দুই ফিফটি। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের সঙ্গে করেছিলেন সেঞ্চুরি। সবমিলিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে স্থানে রয়েছেন শুভমান গিল।

ব্যাটারদের সেরা দশে আছেন আরেক ভারতীয়। মিডল অর্ডার ব্যাটার শ্রেয়ার আইয়ার তালিকার অষ্টম স্থানে অবস্থান করছেন। অবশ্য ১১-১০০ পর্যন্ত আর দুই ভারতীয় ক্রিকেটার। ১৬তম স্থানে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটার কেল রাহুল এবং ৮৯তম স্থানে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

এমআই