Advertisement
Us Bangla Airlines
কেন কালো আর্মব্যান্ড পরে খেলেছেন রোহিতরা?

কেন কালো আর্মব্যান্ড পরে খেলেছেন রোহিতরা?

খেলা ডেস্ক

০৪ মার্চ ২০২৫, ২০:৩৪

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছে ভারত। তবে টসে নামার সময় ভারতের অধিনায়ক রোহিত শর্মার হাতে কালো আর্মব্যান্ড দেখা যায়। পরে ফিল্ডিংয়ে নামা ভারতীয় দলের সবার হাতেই দেখা মিলেছে কালো আর্মব্যান্ডের। তাতে সামাজিক মাধ্যমে কৌতূহলী প্রশ্ন তুলেছেন ভক্তরা, কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে ভারত দল?

ভক্তদের কৌতূহলী প্রশ্নের উত্তর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সামাজিক মাধ্যমে বিসিসিআইয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার পদ্মকর শিবালকরকে শ্রদ্ধা জানাতেই ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন।

পদ্মকর শিবালকর গতকাল (৩ মার্চ) মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা স্পিনারদের একজন ছিলেন শিবালকর। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১২৪টি ম্যাচ খেলেন মুম্বাইয়ের এই স্পিনার। সেখানে ১৯.৬৯ গড়ে শিকার করেছেন ৫৮৯টি উইকেট।

ফাইফার নেওয়ার কীর্তিতেও নজির গড়েছেন শিবালকর। এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৪২ বার। এক ম্যাচের দুই ইনিংস মিলিয়ে তিনি ১০ উইকেট নিয়েছেন ১৩ বার। এছাড়া এক ইনিংসে তাঁর সেরা বোলিং পারফরম্যান্স ১৬ রানে ৮ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ কিপটে বোলার ছিলেন শিবালকর। ওভার প্রতি মাত্র ২.০৪ রান খরচ করেছেন তিনি।

লিস্ট ‘এ’ মর্যাদার ক্রিকেটে বেশি ম্যাচ খেলেননি তিনি। মাত্র ১২ ম্যাচ খেলা এই ক্রিকেটার উইকেট নিয়েছেন ১৬টি। ১৯৬১-৬২ থেকে ১৯৮৭-৮৮ মৌসুম পর্যন্ত প্রায় আড়াই দশকের বেশি সময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন পদ্মকর শিবালকর। এরপর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এবার অন্তিম পথের যাত্রায় পাড়ি দিয়েছেন এই ক্রিকেটার।

এমআই