Advertisement
Us Bangla Airlines
রিজার্ভ ডে’তেও খেলা না হলে ফাইনাল খেলবে যারা

রিজার্ভ ডে’তেও খেলা না হলে ফাইনাল খেলবে যারা

খেলা ডেস্ক

০৪ মার্চ ২০২৫, ১৫:৩২

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ ইতোমধ্যে ইতি টেনেছে। তাতে সেরা চার দল খুঁজে পেয়েছে আইসিসি। আজ থেকে শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। টুর্নামেন্টের প্রথম সেমিতে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। আগামীকাল লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা। সেমির সেরা দুই দল নিয়ে আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ম্যাচ।

আইসিসির এই টুর্নামেন্টের সঙ্গে বৃষ্টির সখ্যতা বেশ জমজমাট। ইতোমধ্যে গ্রুপ পর্বের তিন ম্যাচ গ্রাস করেছে বেরসিক বৃষ্টি। ফলে শিরোপা নির্ধারণী দল স্বচ্ছ রাখতে টুর্নামেন্টের সবশেষ ৩ ম্যাচে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। প্রথম সেমিফাইনালের রিজার্ভ দিন হলো ৫ মার্চ, বুধবার। দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ দিন ৬ মার্চ, বৃহস্পতিবার। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচের রিজার্ভ ডে ১০ মার্চ।

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে যা হবে

এছাড়া ম্যাচের নির্ধারিত দিন এবং রিজার্ভ ডে’তে খেলা অনুষ্ঠিত হওয়ার জন্য অতিরিক্ত আরও ২ ঘণ্টা করে সময় রাখছে আইসিসি। তবুও দুই দিন মিলিয়ে ম্যাচের অন্তত ২৫ ওভার খেলা না হলে ভিন্ন পদ্ধতিতে ফাইনালের দল নির্ধারণ করবে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। 

আইসিসি সূত্রে জানা যায়, ম্যাচটি ৫০ ওভারের হবে নাকি সংক্ষিপ্ত ওভারের হবে, তা নির্ভর করবে নির্ধারিত দিনে খেলা কত ওভারে পুনরায় শুরু হয় তার ওপর। যদি বৃষ্টির কারণে কোনো সেমিফাইনালে ফলাফল নির্ধারণ করা না যায়, তাহলে গ্রুপপর্বে শীর্ষে থাকা দল ফাইনালে যাবে। এই ক্ষেত্রে ফাইনালের টিকিট পাবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

‘বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার সেরাটা বেরিয়ে আসে’

ফাইনাল ম্যাচেও যদি বৃষ্টির কারণে একই বাধার মুখে পড়ে আইসিসি, তবে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সবশেষ ২০০২ চ্যাম্পিয়নস ট্রফিতে শ্রীলঙ্কা ও ভারতকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। বৃষ্টির কারণে সেবার রিজার্ভ ডে’র দিনেও খেলা শুরু করা সম্ভব হয়নি।

এমআই