Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে যা হবে

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে যা হবে

খেলা ডেস্ক

০৩ মার্চ ২০২৫, ১৮:৪৩

চ্যাম্পিয়নস ট্রফির সঙ্গে বৃষ্টির সখ্যতা দীর্ঘ দিনের। সবশেষ ২০১৭ আসরেও দুটো ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। উভয় ম্যাচেই আটকা পড়েছিল অস্ট্রেলিয়া। সেই বৃষ্টির কারণে শেষমেশ ১ ম্যাচ খেলে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল অজিরা। বৃষ্টির সাথে চ্যাম্পিয়নস ট্রফির বন্ধুত্ব চলতি আসরেও দেখা গিয়েছে। এবারও দুই ম্যাচের শিকার ছিল স্মিথের দল।

চলতি টুর্নামেন্টে মাত্র ১ জয় আর দুই পরিত্যক্ত ম্যাচের দুই পয়েন্ট নিয়ে সেমিতে জায়গা নিয়েছে টিম অস্ট্রেলিয়া। তবে সেমিতে কার বিপক্ষে তা নিয়েও অনিশ্চয়তা ছিল গতকাল পর্যন্ত। কিন্তু ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ শেষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের লাইন-আপ নির্ধারণ হয়েছে। সেমিতে ভারতের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

‘বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার সেরাটা বেরিয়ে আসে’

ভারত-অস্ট্রেলিয়া ছাড়াও সেরা চার দলের বাকি দুটো হলো দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। আগামী ৪ তারিখ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অজিদের মুখোমুখি হবে রোহিত শর্মারা। একদিন পরেই লাহোরে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। তবে এর আগে আলোচনার জন্ম দিয়েছে বৃষ্টি।

সেমিফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে কী হবে

চ্যাম্পিয়নস ট্রফির চলতি আসরে ইতোমধ্যে তিন ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বেরসিক বৃষ্টি যদি সেমিফাইনাল ম্যাচেও হানা দেয়, তাহলে ম্যাচের ভাগ্য কিভাবে নির্ধারণ হবে? আইসিসির নিয়ম বলছে, বৃষ্টিতে কোনো ম্যাচ না নির্ধারিত দিনে না খেলার সুযোগ হলে অতিরিক্ত আরেকদিন পাবে সেমিফাইনালিস্ট দলগুলো।

চিন্তায় ভারত, ৩৬ ঘণ্টার মধ্যেই খেলতে হবে ২ ম্যাচ!

আইসিসি সূত্রে জানা যায়, শেষ চারের লড়াইয়ের জন্য রিজার্ভ ডে থাকছে। ৪ মার্চ নির্ধারিত দিনে ভারত-অস্ট্রেলিয়ার প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরদিন রিজার্ভ ডেতে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালেও রিজার্ভ ডে থাকছে। ৫ মার্চ কিউইদের বিপক্ষে প্রোটিয়ারা খেলতে নামতে না পারলে ৬ তারিখে খেলা সম্পন্ন করার সুযোগ পাবে। এ ছাড়া আগামী ০৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচেও একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।  

এমআই