Advertisement
Us Bangla Airlines
চিন্তায় ভারত, ৩৬ ঘণ্টার মধ্যেই খেলতে হবে ২ ম্যাচ!

চিন্তায় ভারত, ৩৬ ঘণ্টার মধ্যেই খেলতে হবে ২ ম্যাচ!

খেলা ডেস্ক

০১ মার্চ ২০২৫, ১৮:৫৬

চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে আরামে দিন কাটিয়েছে ভারত ক্রিকেট দল। নিরাপত্তার অজুহাতে পাকিস্তানে খেলতে না যাওয়ায় তাদের ম্যাচ ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। একই মাঠে সব হওয়ায় রোহিতের ভ্রমণ ক্লান্তির বিড়ম্বনা নেই। এছাড়া একই হোটেল, পিচ সম্পর্কে আগে থেকেই অবগত হওয়াসহ নানান সুবিধা পাওয়ায় ভারতকে নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট বিশ্লেষকেরা

ভারতের অন্যায্য সুবিধার মাঝে এবার দুশ্চিন্তাও দেখা দিয়েছে। মাত্র ৩৬ ঘণ্টার মাথায় তাদের দুই ম্যাচে নামতে হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে কোহলিরা। নিয়মরক্ষার ম্যাচ শেষের একদিন পরেই সেমিফাইনাল খেলবে ভারত। সেখানে রোহিতদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে দক্ষিণ আফ্রিকা। তাতে দুই দিনেরও কম সময়ে খেলতে নামবে ভারত।

কথা রাখেননি রোহিত শর্মা, অভিযোগ সতীর্থের

তবে প্রতিপক্ষ নিয়ে আরেকটু জটিলতা দেখা দিতে পারে। আজকের ইংল্যান্ড-সাউথ আফ্রিকা ম্যাচের ওপর নির্ভর করবে ওই গ্রুপ থেকে কোন দুই দল সেমিতে উঠবে। আর রবিবারের ম্যাচের পর বোঝা যাবে ভারতের প্রতিপক্ষ কারা। যদিও ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে আইসিসির সূচি। রবিবার ম্যাচ খেলার পর স্রেফ সোমবার বিশ্রাম নিয়েই মঙ্গলবারে মাঠে নামবে আকাশি নীলরা।

চ্যাম্পিয়নস ট্রফিতে অবশ্য এমন ব্যস্ত সূচিতে ম্যাচ খেলেছিল আফগানিস্তান। ইংল্যান্ডকে ধরাশায়ী করার ৩৫ ঘণ্টা পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল রশিদ-নবীরা। অবশ্য উভয় ম্যাচই লাহোরে অনুষ্ঠিত হয়েছিল।

সেরা অধিনায়ক রোহিত ক্যাচ ছাড়াতেও ‘সেরা’

এদিকে কিউইদের বিপক্ষে ম্যাচে নামার আগে ভারতীয় দলের চিন্তা রোহিতের হ্যামস্ট্রিং নিয়ে। এছাড়াও গিলের জ্বর কিছুটা কমেছে। আর শামি সবেমাত্র ফিট হয়ে মাঠে নেমেছে, তাই ঝুঁকি নিয়ে টিম ইন্ডিয়া কিছুই করতে চাইছে না। তবে বেশি পরিবর্তন করে এই ম্যাচে দল হারলেও সমস্যা হবে, মোমেন্টাম নষ্ট হবে। তাই সেসব সমীকরণ মাথায় রেখেই দল সাজাতে হচ্ছে গম্ভীরকে।

সংবাদসংস্থা পিটিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচের আগে সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বলছেন, ‘আমার বেশ কঠিন দুটি ট্রেনিং সেশন হয়েছে, এভাবেই আমরা প্রস্তুতি সেরেছি। আর যদি বেঞ্চের শক্তির কথা বলি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে সেরা দলই নামানো আবার পরের ম্যাচের জন্যেও ক্রিকেটারদের ফিট রাখা।’

তিনি আরও বলেন, ক্রিকেটারদের বেশি বিশ্রাম দিতেও চাইছি না, কারণ ইতিমধ্যেই প্রায় ৭দিন মাঠের বাইরে রয়েছে তাঁরা। তাই দলের ভারসাম্য রক্ষার জন্য বোলিংয়ের একটু বৈচিত্র আমরা আনতে পারি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লক্ষ্য আমাদের জয়। কারণ মোমেন্টাম নষ্ট হতে দেওয়া যাবে না, আর গ্রুপ শীর্ষেই থাকতে হবে।’

এমআই