
মুশফিক-তাসকিনের সামনে অপেক্ষা করছে যে মাইলফলক
খেলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫১
চ্যাম্পিয়নস ট্রফিতে অভিজ্ঞতার বিচারে বিভিন্ন দেশের ক্রিকেটারদের তুলনায় বেশ এগিয়ে থাকবেন মুশফিকুর রহিম। ওয়ানডেতে এই উইকেটরক্ষক ব্যাটার এখন পর্যন্ত ২৭২ ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকা মুশির ব্যাটে বেশ কিছুদিন ধরে রানের দেখা নেই। আট জাতির এই টুর্নামেন্টে যদি সংকট কাটিয়ে উঠতে পারেন, তবে টুর্নামেন্টটিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের নতুন মাইলফলক ছুঁতে পারেন মুশফিক।
চ্যাম্পিয়নস ট্রফিতে সবচেয়ে বেশি ফিফটি রয়েছে তামিম ইকবালের। জাতীয় দল থেকে সম্প্রতি অবসর নেওয়া এই ক্রিকেটার গত আসরে দুটো পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। টুর্নামেন্টটিতে সমানসংখ্যক ফিফটি রয়েছে মুশফিকেরও। এবারের আসরে আরেকটি ফিফটি করতে পারলেই তামিমকে ছাড়িয়ে শীর্ষে ওঠবেন মুশফিক।
মুশফিকের সামনে অপেক্ষা করছে আরেকটি মাইলফলক। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে তার প্রয়োজন ১৩১ রান। ভারত, পাকিস্তান এবং কিউইদের বিপক্ষে ১৩১ রান করলে তিনি হবেন লাল-সবুজের জার্সিতে সর্বোচ্চ রানকারী ক্রিকেটার। এই তালিকাতেও শীর্ষে তামিম ইকবাল। গত আসরে ২৯৩ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।
মুশফিক ছাড়াও নতুন রেকর্ডের হাতছানি পাচ্ছেন তাসকিন আহমেদ। ডানহাতি এই ফাস্ট বোলারকে মাইলফলক স্পর্শ করতে নিতে হবে চার উইকেট। তাতে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হবেন তিনি। দুই উইকেট পেলে মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি সর্বোচ্চ উইকেট পাওয়া পেসারের তালিকায় চলে আসবে তার নাম।
আইসিসির এই টুর্নামেন্টে মাশরাফি উইকেট সংখ্যা ৪টি, যেখানে তাসকিনের নামের পাশে রয়েছে ২টি উইকেট। বাংলাদেশের হয়ে এ তালিকায় শীর্ষে রয়েছেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক, তার উইকেট সংখ্যা ৬টি। ওয়ানডে ফরম্যাটে দারুণ ছন্দে আছেন তাসকিন আহমেদ। তাতে ৩ ম্যাচে ৪ উইকেট নেওয়া তার জন্য অবিশ্বাস্য কিছু নয়।
এমআই