
কথা রাখেননি রোহিত শর্মা, অভিযোগ সতীর্থের
খেলা ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৭
ভারতীয় দলে ছিলেন না জাসপ্রিত বুমরাহ। তবুও বাকি বোলারদের দিয়ে টাইগারদের কাবু করেছিলেন রোহিত শর্মা। বুমরাকে ছাড়াই মাত্র ৩৫ রানে বাংলাদেশের ৫ উইকেট তুলেছিল ভারত। যার মূল নায়ক ছিলেন অক্ষর প্যাটেল। পাওয়ার প্লেতে পরপর দুই বলে দুই উইকেট নিয়ে টাইগারদের ব্যাটিং ইউনিটের কোমর ভেঙে দিয়েছিলেন এই বাঁহাতি বোলার।
ইনিংসের নবম ওভারে হ্যাটট্রিকের সম্ভবনাও জাগিয়েছিলেন অক্ষর। কিন্তু হ্যাটট্রিক বলে স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা সহজ ক্যাচ ফেলে দেন। ক্যচটিকে শুধু সহজ নয়, অতীব সহজ বলা চলে। ক্যাচ ফেলে দেওয়ায় অক্ষরের হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়। পরে সতীর্থের কাছে হাতজোড় করে ক্ষমাও চেয়ে নেন ভারতের অধিনায়ক রোহিত।
ম্যাচ শেষে সম্প্রচারকারী প্রতিষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত নিজের ভুলের মাশুল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেখানে জানিয়েছিলেন, মাশুল হিসেবে অক্ষরকে ডিনার করাবেন তিনি। কিন্তু সপ্তাহ পেরিয়ে গেলেও অক্ষরকে দেওয়া কথা রাখেননি ভারতের কাপ্তান।
বিষয়টি নতুন করে সামনে আসে পাকিস্তানের ভরাডুবির পর। মহারণের আগে রোহিত তার সতীর্থ শ্রেয়াস আইয়ারের সঙ্গে নৈশভোজে যান। পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। ম্যাচ শেষে অক্ষরের কাছে জানতে চাওয়া হয়, অধিনায়ক কথা রেখেছেন? ভারতের তরুণ তারকা স্পিনার তখন অনুযোগ করে জানান, এখনও রোহিত কথা রাখেননি।
অক্ষর বলেন, ‘আমাদের এখন ছয়দিন বিরতি আছে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালেও উঠে গিয়েছি। এবার জিজ্ঞেস করার সুযোগ পাব, আমাকে কবে খাওয়াতে নিয়ে যাবে।’
অক্ষরকে প্রতিশ্রুতি দেওয়ার পর রোহিত শ্রেয়ার আইয়ার এবং কুলদীপ যাদবের সঙ্গে ডিনারে গিয়েছিলেন। কিন্তু এখনো অক্ষর প্যাটেলকে নিয়ে যাননি। বাঁহাতি অলরাউন্ডারের বিশ্বাস, দুবাইয়েই প্রতিশ্রুতি রক্ষা করবেন রোহিত। সেটা নিউজিল্যান্ডের ম্যাচের আগেই হবে বলে বিশ্বাস রাখছেন তিনি।
এমআই