
রোহিত-কোহলিদের মাথা ব্যথার কারণ হতে পারেন শাহিন আফ্রিদি
খেলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১
পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে আলাদা করে ছক কষতে পারে ভারত। বাঁহাতি এই বোলারকে নিয়ে একটু বেশি ভাবার কারণও আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের একমাত্র পরাজয়ের ম্যাচে গোল্ডেন ডাক মেরেছিলেন রোহিত শর্মা। শাহিনের ইনসুইং বলে সেবার প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েছিলেন ভারতীয় অধিনায়ক।
শুধু ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়; ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৩ এশিয়া কাপেও শাহিনের ভিতরে ঢোকা বলে আউট হয়েছেন রোহিত শর্মা। ইনসুইং বলে ভারতীয় দলপতির দুর্বলতা কম নয়। বিশেষ করে বাঁহাতি ইনসুইং বোলার বিপক্ষে তাকে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’ অবস্থায় দেখা যায়।
রোহিতের মতো একই অবস্থা ভারতের আরেক তারকা ব্যাটার বিরাট কোহলির। বাঁহাতি ফাস্ট বোলারের বিরুদ্ধে তাঁর সংগ্রাম নিয়মিত পরিলক্ষিত। ইনসুইং বলে ড্রাইভ খেলতে গিয়ে প্রায়ই গড়বড় করে বসেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া বাঁহাতি বোলারদের প্রকৃত ডেলিভারি কোহিলের জন্য ইদানীংকালে বড় অভিশাপসরূপ। অফ স্টাম্প থেকে বেরিয়ে যাওয়া বলে কোহলি সবচেয়ে বেশি আউট হয়েছেন।
রোহিত-কোহলিদের এমন দুরবস্থার প্রমাণ দিচ্ছে পরিসংখ্যানও। শাহিন আফ্রিদির বিপক্ষে ওয়ানডেতে ৪ ইনিংস ব্যাট করেছিলেন রোহিত শর্মা। যেখানে ২৪ গড়ে ৪৮ রান করলেও আউট হয়েছেন দুইবার। শাহিনের বিপক্ষে ওয়ানডেতে তিনবারের দেখায় একবার আউট হয়েছেন কোহলিও। তবে ৩ ইনিংসে এই বোলারের বিপক্ষে কোহলির মাত্র ৩৪ রান করা ব্যাট হাতে সংগ্রামের প্রমাণ দেয়।
রোহিত-কোহলি ছাড়াও ভারতের আরেক টপ অর্ডারকে নাচিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ম্যাচ সেঞ্চুরি করা শুভমান গিলকে বড় পরীক্ষার মুখে ফেলেন এই পাকিস্তানি তারকা। শাহিনের বিপক্ষে ৩ ম্যাচে ২ বার আউট হয়েছেন গিল। যেখানে মাত্র ২৯ রান করতে পেরেছেন ভারতের উঠতি তারকা।
এমআই