Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে কেন বিতর্কের মুখে পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে কেন বিতর্কের মুখে পাকিস্তান

খেলা ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৩

দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। তবে আয়োজক দেশ পাকিস্তান বলেই সেখানে খেলবে না ভারত। নিরাপত্তার অজুহাতে রোহিত শর্মারা সব ম্যাচ খেলবে দুবাইয়ে। এমনকি ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ দেখতে পাক ভক্তদের যেতে হবে আমিরাতে।

ভারত ক্রিকেট দলের পাকিস্তানে খেলতে না যাওয়ায় ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষমেশ সমঝোতায় আসলেও বিষয়টিকে অপমানজনক মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। এবার যেন ভারতের ওপর অপমানের বদলা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির লাহোর স্টেডিয়ামে ভারতের পতাকা টানায়নি পিসিবি।

আইসিসি প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের ভেন্যুতে অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকবে। পাশাপাশি আইসিসির পতাকাও থাকবে। চ্যাম্পিয়নস ট্রফিতে মোট আটটি দেশ অংশগ্রহণ করবে। সুতরাং, পাকিস্তানের তিনটি মাঠেই আটটি দেশের পতাকা থাকার কথা। ২০২৩ সালে ভারতে যখন ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল, তখনও তা দেখা গিয়েছিল।

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তানে এবার দেখা গিয়েছে ভিন্ন চিত্র। আট জাতির এই টুর্নামেন্টের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং করাচি ন্যাশনাল স্টেডিয়াম। সেখানে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা- এই সাত দলের পতাকা থাকলে ভারতের পতাকা দেখা যায়নি। 

সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে যা পাকিস্তানকে নতুন বিতর্কের মুখে ঢেলে দিচ্ছে। তবে ভারতের পতাকা কেন নেই এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি পিসিবি। এছাড়া ভারত থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

অনুমান করা হচ্ছে, পাকিস্তানের মাটিতে যে ৭ দল খেলবে সেই অনুসারে সাত দলের পতাকার দেখা মিলেছে পাকিস্তানে। আবার ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে নিরাপত্তার অভাব বোধ করছে এবং পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে, সেই কারণে পিসিবি করাচি স্টেডিয়াম থেকে ভারতীয় পতাকা সরিয়ে ফেলেছে। তবে এমন অনুমান নির্ভর আলোচনার বিষয়টি এখনো খোলাসা করেনি বিসিবি।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান-এই তিন এশিয়ানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। 

এমআই