
রোহিতের যে রেকর্ডের ধারে কাছেও নেই কোনো ক্রিকেটার
খেলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭
ব্যাট হাতে লম্বা সময় ধরে রান খরায় ভুগছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এমনকি বাজে ফর্মে ভোগায় রোহিতকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। রান সংকট থেকে ফিরতে প্রায় দশ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে বাধ্য হয়েছিলেন রোহিত শর্মা। সেখানে রানের দেখা পাননি তিনি। অবশেষে ইংল্যান্ড সিরিজে ৩৩৯ দিন ‘সোনার হরিণ’ সমতুল্য শতকের দেখা পেলেন রোহিত শর্মা।
ইংলিশদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯০ বলে ১১৯ রানের সিরিজ জয়ী ইনিংস খেলেন রোহিত। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম শতক। তবে এই শতকের মাধ্যমে নতুন কীর্তির শীর্ষস্থানে আসন পাতলেন ভারতীয় অধিনায়ক। যার ধারে কাছেও নেই বর্তমানে খেলা কোনো ক্রিকেটার।
রোহিত শর্মার বর্তমান বয়স প্রায় ৩৮ ছুঁইছুঁই। ২০১৭ সালের ৩০ এপ্রিল তিনি ৩০ বছরে পা দিয়েছেন। বয়স বাড়লে অ্যাথলেটদের পারফরম্যান্স, রিফ্লেকশনে ভাটা পড়ে। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম ফুটবল কিংবদন্তি রোনালদো ও বাস্কেটবল মায়েস্ত্রো জেমস এবং কিংবদন্তি স্প্যানিশ ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার আলোনসো। এদের প্রত্যেকের বয়স ৪০ পার হলেও তা যেন তাঁদের জন্য শুধুই সংখ্যা।
ক্রিকেটে এমন অ্যাথলেটদের পাওয়া দুষ্কর। বয়সের ভার কাঁধে নিয়ে বোলার হিসেবে দারুণ পারফর্ম করা জেমস অ্যান্ডারসন উদাহরণ হয়ে থাকলেও ব্যাটারদের তালিকায় ভাটা লক্ষ্যণীয়। ওয়ানডে ক্রিকেটে ৩০ পার করে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বনে গেছেন লম্বা সময় অফফর্মে ভোগা রোহিত শর্মা
বয়স ৩০ পার করার পর ওয়ানডে ক্রিকেটে এই ওপেনার করেছেন ২২টি সেঞ্চুরি। যা ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সংখ্যা। অবিশ্বাস্য এই কীর্তি গড়তে রোহিত টপকেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি তিলকারত্নে দিলশানকে। বয়স ৩০ পেরোনের পর এই লঙ্কান গ্রেট করেছিলেন ২১টি সেঞ্চুরি। তবে দিলশান ২০১৬ সালেই ওয়ানডেতে সবশেষ ম্যাচ খেলেছেন।
এ কীর্তির সেরা দশে বর্তমানে খেলছেন এমন কোনো ক্রিকেটারের নাম নেই। তালিকার ১১তম স্থানে থাকা বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা ১২টি। ব্যাট হাতে ৩৬ বছর বয়সী কোহলি যেভাবে বাজে সময় কাটাচ্ছেন, তাতে রোহিত শর্মাকে ছোঁয়া তার জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াবে। কোহলির পরে সক্রিয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছেন শিখর ধাওয়ান। গত দুই বছরে যিনি ওয়ানডে ক্রিকেটের বাইরে আছেন।
বয়স ৩০ পার করেও সেঞ্চুরি করা বাকি সক্রিয় ক্রিকেটাররা হলেন- পাকিস্তানের ফখর জামান (৭), জিম্বাবুয়ের সেন উইলিয়ামস (৭), দক্ষিণ আফ্রিকার রাসি ভান ডার ডুসেন (৬), নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল (৬), বাংলাদেশের মুশফিকুর রহিম (৫) এবং পল স্টার্লিং (৫)।
এমআই